রেশন বন্টন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছিল ব্যবসায়ী বাকিবুর রহমানকে। তাঁকে জেরা করে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে। সূত্রের খবর, রেশন বন্টন দুর্নীতি মামলায় আজ আদালতে চার্জশিট পেশ করতে চলেছে ইডি। সূত্রের খবর, এই চার্জশিটে নাম থাকছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও ব্যবসায়ী বাকিবুর রহমানের। এছাড়াও বেশ কয়েকটি কোম্পানির নাম থাকবে ওই চার্জশিটে।এদিকে রাজ্যে নয়া এক আর্থিক কেলেঙ্কারির সন্ধানে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এবার কলসেন্টারে সাড়ে চারশো কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযুক্তকে সোমবার সকালে তলব করা হয়েছিল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে। সারাদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
কয়েকশো কোটি টাকার কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। আজ তাঁকে আদালতে তোলা হবে। গত ৪ ডিসেম্বর রাজ্যের বেশ করেকটি জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। জানা গিয়েছে, সেদিনের অভিযানে প্রচুর নথি উদ্ধার করে তদন্তকারীরা। মোট আর্থিক দুর্নীতি হয়েছে প্রায় ৪৫০ কোটি টাকা।
আরও পড়ুন- শিক্ষামন্ত্রী-SLST চাকরিপ্রার্থীদের বৈঠক: ব্রাত্যর আশ্বাসের মাঝেও এসে গেল সেই আদালত
চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত শুরু করে এরাজ্যে সংবাদের শিরোনামে এসেছিল ইডির কার্যক্রম। তাছাড়া শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, পুরসভায় নিয়োগ দুর্নীতি, গরুপাচার, কয়লা পাচার-সহ নানা কেলেঙ্কারির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার তালিকায় যুক্ত হল আর এক নতুন দুর্নীতি। এই কেলেঙ্কারিতে আর কোন কোন রাঘববোয়াল জড়িত আছে সেটাই খতিয়ে দেখছে ইডি।
কলসেন্টার প্রতারণা মামলায় কুনাল গুপ্তা ঘনিষ্ঠ রাকেশ চৌধুরীকে গ্রেফতার করলো ইডি। কলসেন্টার প্রতারণা মামলায় কুনাল গুপ্তার বিরুদ্ধে সাড়ে ৪০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ ছিল। সেই মামলাতেই কুনাল গুপ্তা ঘনিষ্ঠ রাকেশ চৌধুরীকে অ্যারেস্ট করল ইডি। গতকাল রাকেশ চৌধুরীকে ইডি দফতরে ডাকা হয়েছিল দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর রাত নটার পর গ্রেফতার করা হয় রাকেশ চৌধুরীকে।
গতকাল কলসেন্টার প্রতারণা মামলায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় রাকেশ চৌধুরীকে। ইডি প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছিলেন না রাকেশ চৌধুরী। মঙ্গলবার সকালে মেডিকেল করানোর পর রাকেশ চৌধুরীকে ব্যাঙ্কিংশাল কোর্টে তোলা হয়। নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইডি আধিকারিকরা। দশ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন আদালত।