Advertisment

নিয়োগ দুর্নীতি মামলা: ইডি-র তদন্তকারী দলে বিরাট রদবদল, পঞ্চায়েত শেষে কোমর বাঁধছে এজেন্সি

নতুন করে দল সাজানো হবে।

author-image
Joyprakash Das
New Update
kaustuv ray arrested by ed in pincon chitfund case

টানা জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মিলতেই গ্রেফতার।

শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ইডি) তদন্তকারী দলে বড়সড় পরিবর্তন হতে চলেছে। এই মামলায় সিবিআই ও ইডি পৃথক ভাবে তদন্ত করছে। ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সচিব পার্থ চট্টোপাধ্যায়, তাঁর 'বান্ধবী' অর্পিতা মুখোপাধ্যায়, রাজ্যের শিক্ষা দফতরের একাধিক আমলা, তৃণমূল নেতা, তাঁদের ঘনিষ্ট ব্যক্তিরা গ্রেফতার জেলবন্দি রয়েছে। সূত্রের খবর, এই মামলার প্রধান তদন্তকারী আধিকারিকের বদলির অর্ডার এসেছে। তাঁর সঙ্গে আর ৩ জনের বদলি হতে চলেছে বলে খবর।

Advertisment

আপাতত সরতে হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিক সহ চারজনকে। সূত্রের খবর, শিক্ষা সংক্রান্ত নিয়োগ দুর্নীতি মামলায় দিল্লি বদলি হয়ে যাচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিক রামধরম দাগর। এত দিন তিনি এই তদন্তে ইডির দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। একইসঙ্গে এই মামলার সঙ্গে যুক্ত আর জনা তিন জন আধিকারিকের বদলির অর্ডার চলে এসেছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, এই মামলায় নতুন করে তদন্তকারী দল সাজাবে ইডি।ইতিমধ্যে সল্টলেকে সিজিও কমপ্লেক্সের সাত তলায় ইডি নতুন লকআপ তৈরির কাজ শুরু করেছে। ৩০০ স্কোয়ার ফুটের লক-আপ তৈরি হচ্ছে। সিসি ক্যামেটা তো থাকছেই তারসঙ্গে অত্যাধুনিক ব্যবস্থা থাকবে। জানা গিয়েছে পুজোর আগেই এই লক-আপের কাজ শেষ হয়ে যাবে। এই ভবনের ৬ তলায় আরেকটা লকআপ আগে থেকে তৈরি আছে। আর্থাৎ তদন্ত আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে বলে ইডি সূত্রে খবর।

জানা গিয়েছে, মূল তদন্তকারী আধিকারিক সহ চারজনের বদলি হলে নতুন করে দল সাজানো হবে। পঞ্চায়েত নির্বাচন মিটে গিয়েছে। আবার তলব করা শুরু করতে চলেছে ইডি। ইতিমধ্যে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে তলব করলেও নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় ইডি দফতরে যেতে পারেননি তিনি। নবজোয়ার যাত্রা চলাকালীন নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। সূত্রের খবর, ইডি এই মামলায় ফের তলব পর্ব শুরু করবে।  

Enforcement Directorate WB SSC Scam
Advertisment