Advertisment

Premium: মহুয়ার লেখাপড়া-আয় কত? BJP-র অমৃতা রায়ের সম্পত্তির পরিমাণ জানলে ভিরমি খাবেন!

Lok Sabha Polls 2024: কৃষ্ণনগর কেন্দ্রে এবার তৃণমূলের বাজি বিদায়ী বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র। দাপুটে এই নেত্রীকেই ফের একবার কৃষ্ণনগর কেন্দ্র টিকিট দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টোদিকে, মহুয়ার বিরুদ্ধে এবার পদ্ম শিবিরের বাজি কৃষ্ণনগর রাজ পরিবারের রাজমাতা বলে পরিচিত অমৃতা রায়। কৃষ্ণনগর কেন্দ্রে এবার 'খেলা' ঘোরাতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া দল। অন্যদিকে, কৃষ্ণনগরের 'দখল' নিজেদের হাতে রাখতেই তৎপরতা তুঙ্গে তৃণমূল শিবিরে।

author-image
Joyprakash Das
New Update
Education and income information of Mahua Moitra and Amrita Roy as per affidavit

Lok Sabha Polls 2024: বাঁদিকে, কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় ও ডানদিকে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।

Lok Sabha Election 2024: কৃষ্ণনগরের BJP প্রার্থী 'রাজমাতা' অমৃতা রায়ের (Amrita Roy) পরিবারের সম্পত্তির পরিমাণ স্বাভাবিকভাবেই রাজ্যের যে কোনও প্রার্থীকে টেক্কা দেবে। তবে বার্ষিক আয় তাঁর অত্যন্ত কম, প্রার্থীর স্বামীর আয়ও চোখে পড়ার মতো নয়। অন্যদিকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের (Mahua Moitra) অস্থাবর সম্পত্তির মধ্যে হীরে, সোনা, রূপার পরিমাণ নজর কাড়তে বাধ্য। দুই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক, একজন কলকাতায় পড়াশোনা করেছেন ও অন্যজনের লেখাপড়া আমেরিকায় (America)।

Advertisment

নির্বাচনী হলফনামা অনুযায়ী ৪৯ বছরের মহুয়া মৈত্রের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক (অঙ্ক ও অর্থনীতি)। ১৯৯৮ সালে আমেরিকার ম্যাসাচুসেটসের কলেজ থেকে স্নাতক মহুয়া। তিনি নদিয়ার (Nadia) করিমপুর বিধানসভার ভোটার। হলফনামা অনুসারে ২০২২-২৩ আর্থিক বছরে মহুয়ার আয় ১২,০৭,৫৪১টাকা। ২০১৮-১৯ আর্থিক বছরে মহুয়ার রোজগার ছিল ৫,৫১,০৮০টাকা। তাঁর বাহন বলতে ২০১৬ সালে কেনা মাহিন্দ্রা স্করপিও গাড়ি। মহুয়া মৈত্রের আয়ের উৎস হল সাংসদ হিসাবে তাঁর বেতন, প্রফেশনাল ফিস ও গচ্ছিত অর্থ থেকে প্রাপ্ত সুদ।

তৃণমূলের এই প্রাক্তন সাংসদের বিরুদ্ধে ফৌজদারী ষড়যন্ত্র, জনপ্রতিনিধি হিসেবে ঘুষ নেওয়ার অভিযোগ আছে। দিল্লির এই মামলার তদন্ত করছে CBI। এথিক্স কমিটি তাঁকে সাংসদ পদ থেকে বহিস্কার করেছে। তাঁর বয়ান অনুযায়ী, হীরে ৩.২ ক্যারেটের মান, যার মূল্য ৮০ লক্ষ টাকা। ১৫০ গ্রাম সোনা, রূপোর ডিনার সেট, রূপোর টি সেট ও লক্ষ লক্ষ টাকার জুয়েলারি আছে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর। কৃষি জমি, অকৃষি জমি, বাণিজ্যিক ভবন নেই মহুয়ার। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৫০ লক্ষ ৬৭ হাজার ১৬৬ টাকা।

অন্যদিকে মহুয়ার প্রতিপক্ষ BJP প্রার্থী অমৃতা রায়ের বাড়ি কলকতার কড়েয়া থানা এলাকায়। বালিগঞ্জ বিধানসভার ভোটার তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশনে স্নাতক ১৯৮৩-তে। আয়কর রিটার্ন অনুযায়ী অমৃতা রায়ের ২০২৩-২৪ আর্থিক বছরে আয় ২৯,৫০০টাকা। গত ৫ বছরে তাঁর সর্বোচ্চ বার্ষিক আয় ২০১৯-২০ সালে ৫৩,৩৯০টাকা। ২০২০-২১ সালে অমৃতা রায়ের রোজগার ছিল ২৪,৫০০টাকা।

আরও পড়ুন- Sandeshkhali: সন্দেশখালির নির্যাতিতা পরিচয়ে রাষ্ট্রপতির কাছে কারা? ভাইরাল ভিডিওয়- মারাত্মক ‘শঙ্কা’ BJP প্রার্থী রেখার!

তাঁর স্বামী সৌমিস চন্দ্র রায়ের ২০২৩-২৪ আর্থিক বছরে বার্ষিক রোজগার ২,৯১,৯৩৪ টাকা। ২০১৯-২০-তে তাঁর বার্ষিক আয় ছিল ৭,৬৯,৯ ৭৯টাকা। স্বামী-স্ত্রীর বার্ষিক আয় তেমন উল্লেখযোগ্য না হলেও স্থাবর সম্পত্তিতে রাজ্যের যে কোনও প্রার্থীকে টেক্কা দেবেন তাঁরা। কোনও ফোজদারী মামলা নেই অমৃতা রায়ের বিরুদ্ধে। তাঁর স্বামীর ২০০৫ সালে কেনা টয়োটা করোলা ও ২০১৪ সালে কেনা মারুতি সুজিকি গাড়ি আছে।

হলফনামা অনুযায়ী রাজমাতার মাত্র ৪৫ গ্রাম সোনার গহনা আছে। অস্থাবর সম্পত্তি আছে ১০,৬৮,৭৪৫.৬৭ টাকার। স্বামীর অস্থাবর আছে ১৪,৫২,০৪৫.৫৭ টাকার। তাঁদের কোনও কৃষি জমি নেই। রাজ পরিবারের উত্তরসূরীর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৫৫৪ কোটি ৫ লক্ষ ৮৩ হাজার ২৯৭ টাকা। স্ত্রীর আয়ের উৎস আদার সোর্সেস, স্বামীর আয় ভাড়া ও আদার সোর্সেস।

Amrita Roy Mahua Moitra tmc bjp loksabha election 2024 Krishnanagar
Advertisment