চিটফাণ্ড আর্থিক কেলেঙ্কারি থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি-সহ নানা ঘটনায় তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরের তত্বাবধানেই তদন্ত চলছে। এই কমপ্লেক্সের ৭ তলায় রয়েছে ইডির দফতর। এই দফতরে পুরুষদের জন্য লক-আপ রয়েছে। এত দিন গ্রেফতার মহিলাদের থাকার কোনও লক-আপ ছিল না।
সূত্রের খবর, এবার মহিলাদের জন্য পৃথক একটা নতুন লক-আপ তৈরির কাজ শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বৃহস্পতিবার এই কমপ্লেক্সের ৭ তলাতেই পুরুষ লক-আপের একটু দূরেই নতুন লক-আপের কাজ শুরু হয়েছে।
এর আগে কোনও কেন্দ্রীয় সংস্থা কোনও অভিযুক্তকে গ্রেফতার করলে স্থানীয় থানায় রাখতে হত। নানা কারণে আর সেই পথে হাটতে চায় না ইডি। জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে তৈরি করে গ্রেফতার হওয়া পুরুষ অভিযুক্তদের থাকার জন্য লক-আপ। এবার তৈরি হচ্ছে মহিলাদের জন্য লক-আপ।
আরও পড়ুন ‘৫ লাখ টাকায় বিক্রি হন শুভেন্দু’, বিরোধী দলনেতাকে চরম কটাক্ষ অভিষেকের
এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম দফার তলবে হাজির হয়েছিলেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। সেদিন ইডি দফতর থেকে বেরিয়ে সায়নী জানিয়েছিলেন, কেন্দ্রীয় সংস্থা ডাকলে তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন। ওই দিন বাড়ি ফেরার পথে ফের তলব করে ইডি।
যদিও গত কাল, ৫ জুলাই দ্বিতীয়বার তলবের দিন হাজির হননি সায়নী। পঞ্চায়েত নির্বাচনে দলের কাজে ব্যস্ত আছেন তিনি। এর আগে কয়লা পাচার কাণ্ডে সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জিজ্ঞাসাবাদ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।