Advertisment

English bazar Shocker: স্বামীর পরকীয়া জেনে ফেলায় 'খুন' বধূ! ডেথ সার্টিফিকেট দেখিয়ে ডেঙ্গুতে মৃত্যুর দাবি যুবকের

English bazar Shocker: বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় এবং সম্পত্তির লোভে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। যদিও অভিযুক্ত স্বামীর পাল্টা দাবি, তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

author-image
Madhumita Dey
New Update
English bazar incident: বধূর মৃত্যুর ঘটনার পর অভিযুক্ত জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে পরিবার

English bazar incident: বধূর মৃত্যুর ঘটনার পর অভিযুক্ত জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে পরিবার

West Bengal Shocker: বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় এবং সম্পত্তির লোভে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার চণ্ডীপুর এলাকায়। যদিও অভিযুক্ত স্বামীর পাল্টা দাবি, তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। যদিও মৃতের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় অভিযুক্ত জামাই চিকুর শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম জান্নাতুন খাতুন (৩২)। গত ৯ বছর আগে পেশায় শ্রমিক চিকু শেখের সঙ্গে বিয়ে হয় তাঁর। বর্তমানে চার বছরের এক কন্যাসন্তান রয়েছে তাঁদের। বিয়ের পর থেকেই সম্পত্তির জন্য জান্নাতুন খাতুনের ওপর অত্যাচার করত তাঁর স্বামী বলে অভিযোগ। এরই মধ্যে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে তাঁর প্রতিবাদ করায় অত্যাচার আরও বাড়তে থাকে। 

মৃতের এক আত্মীয় হাবিবা খাতুন পুলিশকে অভিযোগে জানিয়েছেন, ১৮ জুলাই রাজস্থানের জয়পুরে স্ত্রী এবং কন্যাসন্তানকে নিয়ে ঘুরতে যায়  চিকু শেখ। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ সেখানেই চলতি মাসের ১৭ তারিখ তাঁদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়। প্রমাণ লোপাট করার জন্য ডেঙ্গুতে মারা গেছে বেসরকারি একটি নার্সিংহোম থেকে সেই রিপোর্ট তৈরি করে তাঁর স্বামী বলে অভিযোগ। 

আরও পড়ুন জমজমাট লক্ষ্মীপুজোর কার্নিভাল! সাড়াজাগানো রঙিন উৎসবে মাতোয়ারা বাংলার এই প্রান্ত

এদিন সকালে ওই গৃহবধুর মৃতদেহ ময়নাতদন্ত না করেই কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। এতে বাধা দেয় গৃহবধুর বাপের বাড়ির সদস্যরা। পাশাপাশি তাঁরা ময়নাতদন্তের দাবি তুলেন। এই দাবি তুলেই পরিবারের মহিলা এবং পুরুষরা ইংরেজবাজার থানার দারস্থ হয়ে ময়নাতদন্তের দাবি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। 

এদিকে, লিখিত অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করানোর জন্য ভূমিকা গ্রহণ করে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Dengue West Bengal Maldah Death
Advertisment