/indian-express-bangla/media/media_files/2024/10/19/LvdzKa17wJ6vd1qpumCi.jpg)
জমজমাট লক্ষ্মীপুজোর কার্নিভাল। ছবি-রিংকু বসু।
Lakshmi Puja Carnival 2024: দুর্গাপুজোর কার্নিভালের ঢঙেই বিগত কয়েক বছরে রমতো এবারও লক্ষ্মীপুজোর কার্নিভাল জমজমাট হাওড়ায়। খালনায় শুক্রবার সন্ধ্যায় এই লক্ষীপুজোর কার্নিভালকে কেন্দ্র করে এলাকাবাসীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এলাকার অসংখ্য মানুষ প্রবল উন্মাদনায় এই কার্নিভালে অংশ নিয়েছিলেন। খালনা এলাকার ২০টি লক্ষ্মীপুজো এবারের কার্নিভালে অংশ নিয়েছিল।
হাওড়ার খালনার বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে গত কয়েক বছর ধরেই লক্ষ্মীপুজোর কার্নিভাল বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে। এবার দুর্গাপুজো মিটতেই লক্ষ্মীপুজেরা প্রস্তুতি শুরু হয়ে যায় খালনায়। হাওড়ার এই এলাকায় বেশ কয়েকটি বড়-বড় লক্ষ্মীপুজো হয় প্রতিবার। লক্ষ্নীপুজো মিটতেই কার্নিভাল নিয়ে জমজমাট উদ্যোগ শুরু হয়ে গিয়েছিল। শুক্রবার সন্ধ্যায় খালনায় লক্ষ্মীপুজোর কার্নিভালকে কেন্দ্র করে এলাকাবাসীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
বিভিন্ন লোকসংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এই রঙিন কার্নিভালের মাধ্যমে। কার্নিভালে যেমন ছিল ছৌ নাচ, একইভাবে দেখা গিয়েছে রণপা সহযোগে অপরূপ লোক-নৃত্য। এলাকার বহু মানুষজন এই কার্নিভালে অংশ নিয়েছিলেন। খলনায় এই লক্ষ্মীপুজোর কার্নিভালকে কেন্দ্র করে উপচে পড়া ভিড় গত কয়েক বছর ধরেই চোখে পড়ছে। সেই সঙ্গে অভূতপূর্ব এই উৎসবকে কেন্দ্র করে যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন ছিল পুলিশ।
আরও পড়ুন- NQAS: শুভেন্দুরা যতই গালমন্দ করুন! খোদ মোদী সরকারের রিপোর্টই বলছে 'সেরার সেরা' বাংলা
আরও পড়ুন- Sealdah Division: শিয়ালদহ ডিভিশনে এবার লোকাল ট্রেন দাঁড়াবে মাত্র ৩০ সেকেন্ড? কী জানাল রেল?
এই কার্নিভালের প্রধান উদ্যোক্তা তথা বিধায়ক সুকান্ত পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই খালনা এলাকার বড় বড় লক্ষ্মীপুজোকে নিয়ে গত কয়েক বছর ধরেই তাঁরা লক্ষ্মীপুজোর কার্নিভাল করছেন। এবারও এলাকার ২০টি লক্ষ্মীপুজো কমিটি এই রঙিন কার্নিভালে অংশ নিয়েছিল।