RG Kar Incident Kolkata: আরজি করের প্রাক্তন প্রিন্সিপ্যাল সন্দীপ ঘোষের সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ ষষ্ঠ দিনে পড়েছে। তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অধিকারিকরা। জানা গিয়েছে, একইসঙ্গে এদিন আরজি করের নিহত তরুণীর ৫ সহকর্মীকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী আধিকারিকরা।
এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে আসেন সন্দীপ ঘোষ। এই নিয়ে টানা ৬ দিন সিবিআইয়ের মুখোমুখি আরজি করের প্রাক্তন প্রিন্সিপ্যাল। এদিন বেলা ১১টা নাগাদ সিবিআই দফতরে আসেন নিহত তরুণীর ৫ সহকর্মী। তার মধ্যে ২ জন মহিলা আছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ঘটনার সূত্র পেতে এই ৫ জনকেও টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন - < Madan Mitra on RG Kar incident: ‘এক নয় একাধিক বিভীষণ’, দলে অন্তর্ঘাত? কীসের ইঙ্গিত মদন মিত্রের >
জানা গিয়েছে, এই ৫ জনের মোবাইল ফোন কলের লিস্ট, ঘটনার দিন তাঁরা কোথায় ছিলেম, তাঁরা ওই দিনের ঘটনা সম্পর্কে কি জানে, নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। যদিও এদিনও দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ চলছে সন্দীপ ঘোষের। আগামিকাল সুপ্রিম কোর্টে সিবিআইয়ের রিপোর্ট জমা দেওয়ার কথা।
তরুণী চিকিৎসকের নৃশংস খুনের পর থেকে অপরাধীর বিচারের দাবিতে আরজি করে লাগাতার ধরনা, অবস্থান চলছে। রাজ্যব্যাপী পথে নেমেছে সাধারণ মানুষ। এদিন স্বাস্থ্য ভবন অভিযানে পথে নেমেছিল চিকিৎসকরা। স্বতঃপ্রণোদিত ভাবে মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। আরজি কর কাণ্ডে রাজ্য থেকে দেশ, দেশ ছেড়ে বিদেশেও আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে।