Express train stop: পানচাষীদের দাবি মেনে দীর্ঘ পাঁচ বছর পর আজ থেকে মেছেদায় দাঁড়ালো হাওড়া আমেদাবাদ এবং হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। খুশি গোটা পূর্ব মেদিনীপুর জেলার পান চাষী এবং যাত্রীরা।
পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি কৃষিপন্য উৎপন্ন হয় পান ও বিভিন্ন ফুল। আর এই উৎপাদিত কৃষিপন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রপ্তানি করা হয়। এই ফুল, পান চাষি ও ব্যবসায়ীরা বিভিন্ন রাজ্যে ফুল, পান রপ্তানির জন্য মেছেদা স্টেশনে বেশকিছু এক্সপ্রেস ট্রেন দাঁড় করানোর জন্য দীর্ঘদিন ধরে রেল থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করে আসছিল।
বিশেষ করে পানচাষিরা রেল সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগের পাশাপাশি তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আবদেন জানিয়েছিলেন। তাদের দাবি ছিল মেছেদা স্টেশনে বেশকিছু দূরপাল্লার ট্রেন দাঁড়ানোর জন্য। অবশেষে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচেষ্টায় রেলমন্ত্রকের অনুমতিতে শনিবার রাত থেকে গুজরাট বা আমেদাবাদে পান সরবারহ ও যাত্রীদের সুবিধার্থে ১২৮৩৪ আমেদাবাদ এক্সপ্রেস দাঁড়ানোর অনুমুতি মিলল পাশাপাশি ১৮০১১ হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসেরও মেছেদা স্টেশনে দাঁড়ানোর অনুমতি মেলে। ফলে পূর্ব মেদিনীপুর জেলার পান ও ফুল চাষিরা রীতিমতোই খুশি।
শনিবার গভীর রাতে খড়গপুর শাখার DRM কে আর চৌধুরী উপস্থিতিতে এবং হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডলের উপস্থিতিতে এবং পানচাষীদের নিয়ে সবুজ পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিক সূচনা করা হয়। রবিবার মাঝরাত থেকে এই দুটি ট্রেন মেচেদা রেল স্টেশনে দাঁড়াবে। আর এর ফলে উপকৃত হবেন জেলার অসংখ্য পানচাষি, ফুলচাষি সহ স্থানীয় বহু ব্যবসায়ীরা। পান চাষি ও ব্যবসায়ীরা রেল আধিকারিক ও সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানান ।