Advertisment

West Bengal News Highlights: নাবালিকাকে যৌন হেনস্থায় উত্তপ্ত রামনগর, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ থানায়

west bengal news Highlights 12 january : পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Sexual Harassment

News in West Bengal Live: নাবালিকা স্কুলছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ

Latest News West Bengal Highlightsনাবালিকা স্কুলছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে উত্তেজনা পূর্ব মেদিনীপুরের রামনগরে। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এলাকার মহিলাদের নিয়ে থানায় বিক্ষোভ দেখান নির্যাতিতার মা। পুলিশ সূত্রের খবর, থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisment

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ঘিরে বিতর্কের মাঝেই রবিবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এদিন দুপুর ৩টে নাগাদ বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রকে প্রবেশ করতে দেখা যায় হাই কমিশনারকে। প্রায় ৪৫ মিনিট ধরে সে দেশের পররাষ্ট্রসচিব মুহাম্মদ জসীমউদ্দিনের সঙ্গে বৈঠক হয় তাঁর।

বাংলাদেশের কালীমন্দিরে ফের চুরি। দেড়শো বছরের প্রাচীনে কালী মন্দিরে এমন ঘটনা এই প্রথম বলেই দাবি স্থানীয় দের। লালমোহন হাটের তুষভাণ্ডার জমিদার বাড়ির ভবতারিণী কালী মন্দির চুরির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। খোয়া গিয়েছে সোনার অলঙ্কার, পুজো সামগ্রী, অন্য মূর্তি। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুরা কীভাবে স্বাধীনভাবে ধর্মচারণ করবেন সেই প্রশ্ন তুলেছেন রাধারমন দাস। 

আজ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। বেলুর মঠ সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে আজকের এই দিনটি সাড়ম্বরে পালিত হচ্ছে। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতেও এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই ভক্ত সমাগম। আজকের এই দিনটি সারা দেশে জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়। 

Advertisment

নিষিদ্ধ স্যালাইন বন্ধে প্রসূতি মৃত্যুর জেরে উত্তাল রাজ্য। এর মাঝেই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কী বলেছেন রাজ্যর বিরোধী দলনেতা? অভিযুক্ত সংস্থার এক কর্মকর্তার সঙ্গে দক্ষিণ কলকাতার এক প্রভাবশালী পরিবারের যোগ রয়েছে। নিষিদ্ধ স্যালাইন ব্যবহারে প্রসূতি মৃত্যু নিয়ে যখন সামনে এসেছে একের পর এক প্রশ্ন ঠিক তখনই বোমা ফাটালেন শুভেন্দু। পাশাপাশি এই ঘটনার ইডির তদন্তের দাবিও জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। সুনির্দিষ্ট তথ্য থাকলে তদন্তে সহযোগিতা করুন এমনটাই বলেছে রাজ্যের শাসকদল। 

বাংলাদেশ কাণ্ডে সীমান্তে উত্তেজনা অব্যাহত। এর মাঝেই চোরাকারবারিদের হাতে BSF-এর আক্রান্তের ঘটনায় ধুন্ধুমার। ত্রিপুরার পর এবার বাংলা। বাংলাদেশি চোরাচালানকারীদের আটকাতে কালিয়াচক সীমান্তে আক্রান্ত সীমান্ত রক্ষী বাহিনী।আত্মরক্ষায় বেশ কয়েক রাউনশ গুলিও চালিয়েছে বিএসএফ, এমনটাই সূত্রের দাবি।  জানা গিয়েছে চোরাকারবারিদের ২০ জনের এটি দল ১১৯ নম্বর ব্যাটালিয়ানের কর্তব্যরত বিএসএফ জওয়ানদের উপর হামলা চালায়। ধারলো অস্ত্র ও লাঠি নিয়ে চলে হামলা। দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে শূন্যে দু রাউন্ড গুলি ছোঁড়ে সীমান্তরক্ষী বাহিনী। তাতে কাজ না হওয়ায় চোরাচালানকারীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র, বিম টর্চ  উদ্ধার করা হয়েছে। 

  • Jan 12, 2025 18:40 IST

    West Bengal News Live: নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে উত্তেজনা রামনগরে

    নাবালিকা স্কুলছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে উত্তেজনা পূর্ব মেদিনীপুরের রামনগরে। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এলাকার মহিলাদের নিয়ে থানায় বিক্ষোভ দেখান নির্যাতিতার মা। পুলিশ সূত্রের খবর, থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



  • Jan 12, 2025 17:59 IST

    West Bengal News Live: সীমান্তে কাঁটাতার বিতর্কে ভারতের হাইকমিশনারকে তলব ইউনূস সরকারের

    ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ঘিরে বিতর্কের মাঝেই রবিবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এদিন দুপুর ৩টে নাগাদ বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রকে প্রবেশ করতে দেখা যায় হাই কমিশনারকে। প্রায় ৪৫ মিনিট ধরে সে দেশের পররাষ্ট্রসচিব মুহাম্মদ জসীমউদ্দিনের সঙ্গে বৈঠক হয় তাঁর।



  • Jan 12, 2025 15:47 IST

    West Bengal News Live: মঙ্গলবার মকর সংক্রান্তি, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর

    মাঝে আর মাত্র একটা দিন। মঙ্গলবারই মকর সংক্রান্তি। ফি বছর মনস্কামনা পূরণে গঙ্গাসাগরে পুণ্য়ার্থীরা ভিড় জমান। এবারেও তার কোন ব্যত্রিক্রম নেই। আজ রবিবার সকাল থেকেই গঙ্গাসাগরে ভিড় জমতে শুরু করেছে। সাগরে স্নানের পাশাপাশি, কপিল মুনির আশ্রমে পুজো দেবেন পূনার্থীরা। মেলা উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর। আকাশ পথে চলবে নজরদারি। সেই সঙ্গে মোতায়েন করা হয়েছে NDRF, নৌবাহিনী, সিভিল ডিফেন্সের কর্মীদের। 



  • Jan 12, 2025 15:42 IST

    West Bengal News Live: ফের খড়্গপুর আইআইটিতে পড়ুয়ার দেহ উদ্ধার

    ফের খড়্গপুর আইআইটিতে পড়ুয়ার দেহ উদ্ধার। রবিবার এক পড়ুয়ার দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ক্যাম্পাসে। ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক তৃতীয় বর্ষের ছাত্রের দেহ। আত্মহত্যা না খুন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। গোটা বিষয়টিই খতিয়ে দেখছে পুলিশ।



  • Jan 12, 2025 14:43 IST

    West Bengal News Live : গুরুতর অসুস্থ ৩ প্রসূতিকে গ্রিন করিডরে আনা হচ্ছে পিজি হাসপাতালে

    মেদিনীপুর মেডিকেলে বিষাক্ত স্যালাইনে প্রসূতি মৃত্যুর জেরে প্রবল সমালোচনার মুখে স্বাস্থ্য দফতর। গুরুতর অসুস্থ আরও ৩। তাদের ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চলছে। এদিকে ৩ প্রসূতিকে আরও উন্নত চিকিৎসা পরিষেবা দিতে গ্রিন করিডরে আজ বিকেলেই নিয়ে আসা হচ্ছে কলকাতার পিজি হাসপাতালে। 

    মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রসূতি মৃত্যুর কারণ নিষিদ্ধ স্যালাইন। স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের কমিটির পর্যবেক্ষণে উঠে এসেছে এমনটাই। মোটামুটি ভাবে কমিটির সদস্যরা নিশ্চিত নিষিদ্ধ স্যালাইন থেকেই মৃত্যু হয়েছে বছর ২২ এর মহিলা। গতকাল তদন্তে যান স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের কমিটি। মেল মেডিসিন ওয়ার্ডে এই নিষিদ্ধ স্যালাইন পেয়ে অনেকেরই কাঁপুনি দিয়ে জ্বর আসে বলেও জানা গিয়েছে। গত এক বছরে এই নিষিদ্ধ স্যালাইন প্রয়োগের পর রাজ্যের একাধিক হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করছে তদন্তকমিটির সদস্যরা। মেদিনীপুর মেডিক্যাল কলেজের আরও তিন প্রসুতির অবস্থা আশঙ্কাজনক। এখনো তদন্তকমিটির সদস্যরা পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেন নি।
    আগামীকাল সন্ধ্যার মধ্যেই স্বাস্থ্য ভবনে রিপোর্ট জমা দেবে কমিটির সদস্যরা। 



  • Jan 12, 2025 13:43 IST

    West Bengal News Live : দেড়শো বছরের প্রাচীন কালী মন্দিরে চুরি বাংলাদেশে

    বাংলাদেশের কালীমন্দিরে ফের চুরি। দেড়শো বছরের প্রাচীনে কালী মন্দিরে এমন ঘটনা এই প্রথম বলেই দাবি স্থানীয় দের। লালমোহন হাটের তুষভাণ্ডার জমিদার বাড়ির ভবতারিণী কালী মন্দির চুরির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। খোয়া গিয়েছে সোনার অলঙ্কার, পুজো সামগ্রী, অন্য মূর্তি। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুরা কীভাবে স্বাধীনভাবে ধর্মচারণ করবেন সেই প্রশ্ন তুলেছেন রাধারমন দাস। 



  • Jan 12, 2025 13:21 IST

    West Bengal News Live : এমএসভিপি ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি

    মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রসূতি মৃত্যু জেরে গতকালের পর আজও বামেদের মিছিল ঘিরে ধুন্ধুমার। মিছিলের অগ্রভাগে রয়েছেন বামনেত্রী মীনাক্ষ্মী মুখোপাধ্যায়। এমএসভিপি ও স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে উঠেছে স্লোগান। এর পাশাপাশি সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে প্রসূতি  মৃত্যুর ঘটনা। ঘটনার জেরে হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়  পরিজনরা। অভিযোগ, ভুল চিকিৎসাতেই মৃত্যু হয়েছে ওই মহিলা।  



  • Jan 12, 2025 10:39 IST

    West Bengal News Live : প্রসূতি মৃত্যুর কারণ নিষিদ্ধ স্যালাইন, তদন্ত কমিটির পর্যবেক্ষণ

    মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রসূতি মৃত্যুর কারণ নিষিদ্ধ স্যালাইন। স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের কমিটির পর্যবেক্ষণে উঠে এসেছে এমনটাই। মোটামুটি ভাবে কমিটির সদস্যরা নিশ্চিত নিষিদ্ধ স্যালাইন থেকেই মৃত্যু হয়েছে বছর ২২ এর মহিলা। গতকাল তদন্তে যান স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের কমিটি। মেল মেডিসিন ওয়ার্ডে এই নিষিদ্ধ স্যালাইন পেয়ে অনেকেরই কাঁপুনি দিয়ে জ্বর আসে বলেও জানা গিয়েছে। গত এক বছরে এই নিষিদ্ধ স্যালাইন প্রয়োগের পর রাজ্যের একাধিক হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করছে তদন্তকমিটির সদস্যরা। মেদিনীপুর মেডিক্যাল কলেজের আরও তিন প্রসুতির অবস্থা আশঙ্কাজনক। এখনো তদন্তকমিটির সদস্যরা পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেন নি।



  • Jan 12, 2025 10:31 IST

    West Bengal News Live : হিন্দুদের উপর ২ হাজারের বেশি আক্রমণের ঘটনা

    বাংলাদেশ সরকার শনিবার একটি পুলিশ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেছে যে ৪ আগস্ট, ২০২৪ সালের পর দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং ভাঙচুরের বেশিরভাগ ঘটনাই সাম্প্রদায়িক নয় বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে যোগাযোগ বজায় রাখতে এবং সাম্প্রদায়িক হিংসা নিয়ে সরাসরি অভিযোগ দায়ের করার জন্য বাংলাদেশ পুলিশ একটি হোয়াটসঅ্যাপ নম্বর জারি করেছে। 



  • Jan 12, 2025 10:16 IST

    West Bengal News Live : বাঘের আতঙ্ক

    আবারো মৈপীঠে লোকালয়ে বাঘের পায়ের ছাপে আতঙ্ক। রবিবার সকালে মৈপিঠ গঙ্গার ঘাট সংলগ্ন লোকালয়ের জঙ্গলে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা যায় ইতিমধ্যে খবর দেয়া হয়েছে বনদপ্তরকে।স্থানীয়দের দাবি দুটি বাঘ থাকুরান নদী পেরিয়ে লোকালয়ে এসছে বাঘ।



  • Jan 12, 2025 09:57 IST

    West Bengal News Live : লিভ-ইন পার্টনারকে খুন! আটমাস ধরে ফ্রিজেই দেহ

    আট মাস ধরে ফ্রিজে দেহ লুকিয়ে রেখেও অবশেষে পুলিশের জালে প্রেমিক। প্রবল আক্রোশে লিভ ইন পার্টনারকে খুন করে সেই দেহ ফ্রিজে ভরে রাখেন প্রেমিক সঞ্জয়। কিন্তু শেষ রক্ষা হল না। সামান্য ভূলে পর্দা ফাঁস। পুলিশের জালে অভিযুক্ত। সব শুনে চোখে কপালে দুঁদে গোয়েন্দাদের।



  • Jan 12, 2025 09:28 IST

    West Bengal News Live : নিষিদ্ধ স্যালাইন কাণ্ডে এবার বিস্ফোরক শুভেন্দু

    নিষিদ্ধ স্যালাইন বন্ধে প্রসূতি মৃত্যুর জেরে উত্তাল রাজ্য। এর মাঝেই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কী বলেছেন রাজ্যর বিরোধী দলনেতা? অভিযুক্ত সংস্থার এক কর্মকর্তার সঙ্গে দক্ষিণ কলকাতার এক প্রভাবশালী পরিবারের যোগ রয়েছে। নিষিদ্ধ স্যালাইন ব্যবহারে প্রসূতি মৃত্যু নিয়ে যখন সামনে এসেছে একের পর এক প্রশ্ন ঠিক তখনই বোমা ফাটালেন শুভেন্দু। পাশাপাশি এই ঘটনার ইডির তদন্তের দাবিও জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। সুনির্দিষ্ট তথ্য থাকলে তদন্তে সহযোগিতা করুন এমনটাই বলেছে রাজ্যের শাসকদল। 



  • Jan 12, 2025 09:27 IST

    West Bengal News Live : সীমান্তে চরম উত্তেজনা

    বাংলাদেশ কাণ্ডে সীমান্তে উত্তেজনা অব্যাহত। এর মাঝেই চোরাকারবারিদের হাতে BSF-এর আক্রান্তের ঘটনায় ধুন্ধুমার। ত্রিপুরার পর এবার বাংলা। বাংলাদেশি চোরাচালানকারীদের আটকাতে কালিয়াচক সীমান্তে আক্রান্ত সীমান্ত রক্ষী বাহিনী।আত্মরক্ষায় বেশ কয়েক রাউনশ গুলিও চালিয়েছে বিএসএফ, এমনটাই সূত্রের দাবি।  জানা গিয়েছে চোরাকারবারিদের ২০ জনের এটি দল ১১৯ নম্বর ব্যাটালিয়ানের কর্তব্যরত বিএসএফ জওয়ানদের উপর হামলা চালায়। ধারলো অস্ত্র ও লাঠি নিয়ে চলে হামলা। দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে শূন্যে দু রাউন্ড গুলি ছোঁড়ে সীমান্তরক্ষী বাহিনী। তাতে কাজ না হওয়ায় চোরাচালানকারীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র, বিম টর্চ  উদ্ধার করা হয়েছে। 



  • Jan 12, 2025 09:26 IST

    West Bengal News Live : স্বামী বিবেকানন্দের জন্মদিন, জাতীয় যুব দিবস

    আজ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। বেলুর মঠ সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে আজকের এই দিনটি সাড়ম্বরে পালিত হচ্ছে। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতেও এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই ভক্ত সমাগম। আজকের এই দিনটি সারা দেশে জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়। 



  • Jan 12, 2025 09:25 IST

    West Bengal News Live : এবার অফিস টাইমে সুখকর মেট্রো যাত্রা

    ট্রেনে চিঁড়েচ্যাপটা ভিড়ে দমদমে নেমে মেট্রোয় উঠেও স্বস্তি নেই যাত্রীদের! ভিড়ের চাপে রীতিমত দমবন্ধ পরিস্থিতি।  দিনে দিনে মেট্রো যাত্রা যেন বিভীষিকাময় হয়ে উঠছে সাধারণ যাত্রীদের কাছে । বিশেষ করে দক্ষিনেশ্বর থেকে যে মেট্রোগুলি  আসছে সেগুলিতে দমদমের পরে বেলগাছিয়া, শ্যামবাজার থেকে অফিস টাইমে উঠতে নাভিশ্বাস উঠেছে যাত্রীদের। দাঁড়ানোর জায়গাটুকু নেই। অবশেষে যাত্রীদের এই অসুবিধার কথা মাথায় রেখে বিরাট সিদ্ধান্তের পথে কলকাতা মেট্রো। আগামীকাল থেকেই মেট্রো যাত্রা হতে চলেছে সুখকর!



West Bengal West Bengal Police West Bengal News news in west bengal west bengal latest news
Advertisment