Indian Railways: যাত্রীদের স্বার্থে ফের এক নজিরবিহীন উদ্যোগ ভারতীয় রেলের। এবার ১৩১৭৩/১৩১৭৪ শিয়ালদহ-আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বর্ধিত অংশে সাব্রুম পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে ট্রেনটি উদয়পুর স্টেশনেও থামবে।
১৩১৭৩ শিয়ালদহ - সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (যাত্রা শুরু হচ্ছে ১৬.৬.২০২৪ থেকে) শিয়ালদহ থেকে রবিবার সকাল ৬.৫০ মিনিটে ছেড়ে গিয়েছে। প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রাত ৮টায় ট্রেনটি সাব্রুমে পৌঁছোবে। পরের দিন ১৩১৭৪ সাব্রুম - শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (যাত্রা শুরু হচ্ছে ১৮.৬.২০২৪ থেকে) সাব্রুম থেকে সকাল ৬.২০ মিনিটে ছাড়বে। প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনিবার ও রবিবার শিয়ালদহ পৌঁছবে পরের দিন সন্ধ্যা ৭.২০ মিনিটে।
১৩১৭৩ শিয়ালদহ - সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা এবং উদয়পুর স্টেশনে যথাক্রমে বিকেল ৫.২৫ মিনিটে ও সন্ধ্যা ৬.১৩ মিনিটে পৌঁছোবে। ১৩১৭৪ সাব্রুম - শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উদয়পুর এবং আগরতলা স্টেশনে পৌঁছাবে যথাক্রমে সকাল ৭.১২ মিনিটে সকাল ৮টায়।
আরও পড়ুন- Premium: ৪ কেন্দ্রের ৭ এলাকায় ১ লক্ষের বেশি লিড, কোন ‘জাদু’তে প্রতিপক্ষকে ধুলোয় মেশাল তৃণমূল?
ট্রেনটি আগরতলা এবং উদয়পুর স্টেশনে যথাক্রমে ১৫ মিনিট এবং ২ মিনিট উভয় দিকে থামবে। শিয়ালদহ এবং আগরতলার মধ্যে ট্রেনটির স্টপেজ এবং পথের সময় একই থাকবে।