Flipkart Big Billion Days 2025: ৩২ হাজারের ট্রিপল ডোর ফ্রিজ মাত্র ১০ হাজারেই! অবিশ্বাস্য অফার মাথা ঘুরিয়ে দেবে

Flipkart Big Billion Days 2025: Flipkart Big Billion Days 2025 সেলে Whirlpool Triple Door Fridge-এ দুর্দান্ত ছাড়! 32,150 টাকার ফ্রিজ মাত্র 10,000 টাকায়। অফারগুলো দেখলে ভালো লাগবেই।

Flipkart Big Billion Days 2025: Flipkart Big Billion Days 2025 সেলে Whirlpool Triple Door Fridge-এ দুর্দান্ত ছাড়! 32,150 টাকার ফ্রিজ মাত্র 10,000 টাকায়। অফারগুলো দেখলে ভালো লাগবেই।

author-image
IE Bangla Tech Desk
New Update
Triple Door Fridge

Big Billion Days 2025: অফারের ছড়াছড়ি।

Flipkart Offer: প্রতি বছরের মত ফ্লিপকার্ট (Flipkart) আবার আয়োজন করেছে বিগ বিলিয়ন ডেজ সেল ২০২৫ (Big Billion Days Sale 2025)। এই সেলে স্মার্টফোন, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স-সহ নানা পণ্যে বিশাল ছাড় চলছে। বিশেষ করে যারা নতুন ফ্রিজ কেনার কথা ভাবছেন, তাঁদের জন্য এখনই সেরা সময়।

Advertisment

বিগ বিলিয়ন ডেজ 

Flipkart–এ Whirlpool-এর ২১৫ লিটারের ফ্রস্ট-ফ্রি Triple Door Refrigerator–এর দাম আসলে ৩২,১৫০ টাকা। কিন্তু, বিগ বিলিয়ন ডেজ (Big Billion Days) সেলে এটি পাওয়া যাচ্ছে মাত্র ২২,৭৯০  টাকায়। এর ফলে গ্রাহকরা পাচ্ছেন প্রায় ২৯% ছাড়। গ্রাহকরা যদি এক্সিস ব্যাংক (Axis Bank) বা এসবিআই (SBI) ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করেন, তাহলে আরও ৪,০০০ টাকার অতিরিক্ত ছাড় পাবেন। সেক্ষেত্রে ফ্রিজটির দাম দাঁড়াবে ১৮,৭৫০ টাকা। 

আরও পড়ুন- দারুণ সুখবর! পুজো উপলক্ষ্যে ব্যাক To ব্যাক মারকাটারি দুটি প্ল্যান আনল এয়ারটেল, ঢালাও অফারে চমকে যাবেন

Advertisment

যদি পুরোনো ফ্রিজ এক্সচেঞ্জ করা হয়, তাহলে সর্বোচ্চ ৮,০০০ টাকা পর্যন্ত বাড়তি ছাড় মিলতে পারে। সেই হিসেবে, কিছু ক্ষেত্রে এই ট্রিপল ডোর ফ্রিজ (Triple Door Fridge) মাত্র ১০,০০০ টাকায় কেনা সম্ভব। অবশ্য এক্সচেঞ্জ ডিসকাউন্ট নির্ভর করবে পুরোনো ফ্রিজের অবস্থা ও দামের ওপর। ফ্লিপকার্ট (Flipkart) গ্রাহকদের জন্য ইএমআই (EMI) অপশনও দিয়েছে।

আরও পড়ুন- প্রতিটি গ্রামে পৌঁছাল হাইস্পিড ইন্টারনেট, আত্মনির্ভর ভারতের পথে আরও এককদম, কবে চালু BSNL 5G?

নো-কস্ট ইএমআই (No-Cost EMI) সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত, মাসে প্রায় ১,৯০০ টাকা। নিয়মিত ইএমআই (Regular EMI) ১৮ মাস মাসিক ১,৪৩০ টাকা। ২৪ মাসে মাসিক ১,১১৬ টাকা। ৩৬ মাসে ইএমআই মাসিক ৮০০ টাকা। এতে গ্রাহকরা নিজেদের সুবিধা অনুযায়ী ইএমআই (EMI) বেছে নিতে পারবেন। 

আরও পড়ুন- এভাবেও ফেসবুক থেকে টাকা উপার্জন সম্ভব? সিক্রেট এই পদ্ধতি ৯৯%মানুষেরই অজানা

কেন এখন ফ্রিজ কেনার সেরা সময়? বিগ বিলিয়ন ডেইস (Big Billion Days) সেলে দাম সাধারণ সময়ের তুলনায় অনেক কম। এক্সচেঞ্জ ও কার্ড অফার মিলিয়ে সর্বাধিক সাশ্রয় সম্ভব। নো-কস্ট ইএমআই (EMI)-তে বাজেট না বাড়িয়েই নতুন ফ্রিজ ঘরে আনা যায়। এক্সচেঞ্জ অফার পুরোনো ফ্রিজের কন্ডিশনের ওপর নির্ভর করে। কার্ড ডিসকাউন্ট নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডেই প্রযোজ্য। অফারগুলো সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাই কেনার আগে ফ্লিপকার্ট (Flipkart) অ্যাপে অফার চেক করে নেওয়াটা জরুরি।

আরও পড়ুন- বাজেট ২০ হাজার? দেখে নিন 'পুজো স্পেশ্যাল অফারে' সেরা স্মার্টফোনের চোখধাঁধানো তালিকা

আপনি যদি বাড়ির জন্য একটি নতুন ট্রিপল ডোর ফ্রিজ (Triple Door Fridge) কেনার কথা ভেবে থাকেন, তবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ ২০২৫ (Flipkart Big Billion Days 2025) সেলই সেরা সময়। ৩২ হাজার টাকার ফ্রিজ মাত্র ১০ হাজার টাকায় পাওয়া সত্যিই দুর্দান্ত ডিল। তাই দেরি না করে এখনই ফ্লিপকার্টে (Flipkart–এ) অফার চেক করে অর্ডার করে ফেলুন।

flipkart Offer