Bangladeshi immigrants: তিন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আধার কার্ড বানিয়ে দিয়ে তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম, মিন্টু দাস, অমিত মণ্ডল ও সায়েম হোসেন। তারা উত্তর ২৪ পরগণার হাবড়া থানার বাসিন্দা। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তিন বাংলাদেশিকে। যার মধ্যে দুই মহিলা। ধৃত বাংলাদেশিদের নাম, মহম্মদ মতিউর রহমান, সন্ধ্যা রায় ও তার মেয়ে সুপর্না রায়। তারা বাংলাদেশের নটোর এবং বরিশালের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানাগিয়েছে, গোপন সূত্র খবর পেয়ে সোমবার বিকালে আনোয়ার বেরিয়া এলাকায় হানা দেয় হাবড়া থানার পুলিশ। সেখান থেকে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ভারতীয় আধার কার্ড। তিন বাংলাদেশকে আশ্রয় দেওয়া এবং আধার কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগে তিন জন ভারতীয়ও গ্রেফতার করে পুলিশ। তদন্ত নামে পুলিশ জানতে পারে, ধৃত তিন বাংলাদেশি কেউ এক বছর তো কেউ ছয় মাস আগে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। তাদের হাবড়ার মানিক তলায় আশ্রয় দেয় অমিত এবং মিন্টু। পরবর্তীতে মিন্টু, অমিত এবং মতিউওর রহমান মিলে ওই তিন বাংলাদেশিদের ভারতীয় আধার কার্ড বানিয়ে দেয়।
ধৃত ছয়জনকে ১০ দিনের পুলিশের হেফাজত চেয়ে মঙ্গলবার বারাসাত আদালতে পাঠিয়েছে হাবড়া থানার পুলিশ। বিচারক তিন দিনের পুলিশ হেপাজত মঞ্জুর করেন। পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জানতে চায়, উদ্দেশ্যে এই তিন বাংলাদেশী ভারতে এসেছিল? কেন বা তাদের আধার কার্ড বানিয়ে দিয়ে আশ্রয় দিয়েছিল ধৃত তিন ভারতীয়? পাশাপাশি খতিয়ে দিচ্ছে কোথা থেকে এই আধার কার্ড বানানো হয়েছিল।