/indian-express-bangla/media/media_files/2025/05/15/fitpxjxb9Ul2tlyqx5x7.jpg)
নকল আধার কার্ড তৈরির বড়সড় চক্রের হদিস মিলল মুর্শিদাবাদের রানীনগরে। Photograph: (গোপাল ঠাকুর )
Fake Aadhaar Racket: নকল আধার কার্ড তৈরির বড়সড় চক্রের হদিস মিলল মুর্শিদাবাদের রানীনগরে। নকল আঁধার কার্ড তৈরি করার অপরাধে হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করল মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ প্রশাসন।
গতকাল মঙ্গলবার বিকেলে সূত্রে মারফত খবর পেয়ে রানীনগর থানার কদমতলা এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। সেই সময় একটি বাড়িতে গোপনে নকল আঁধার কার্ড তৈরির কারবার চলছিল। সেই সময় পুলিশ পৌঁছে হানা দিয়ে একটি ল্যাপটপ,ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং পাঁচটি নকল আধার কার্ড উদ্ধার করে পুলিশ। সেইসাথে আবু সুফিয়ান,রাফিকুল এবং জামালউদ্দিন নামের তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
রণক্ষেত্র রাজপথ! চাকরি হারাদের 'দখলে' বিকাশ ভবন! পুলিশের সঙ্গে বচসা-ধস্তাধস্তি
তাদের বাড়ি রানীনগর থানার বিভিন্ন এলাকায়। তারা বেশ কয়েক দিন ধরে আধার কার্ড তৈরির কারবার চালিয়ে আসছিল। তারপরেই তৎপর হয় পুলিশ। তাদের সকলের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা কোর্টে তোলা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
পাশাপাশি শেখপাড়া বাজার এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম শাহ আলম,তার বাড়ি রানীনগর থানার রাজাপুর এলাকায়। তাকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা কোর্টে পাঠানো হয়েছে। কোথায় কি উদ্দেশ্যে বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল। নাশকতার ছক ছিল,নাকি বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল সেই তদন্ত শুরু হয়েছে পুলিশ।