Hiran Chatterjee: তাঁর কেন্দ্রে ভোট আগামী ২৫ মে। তার আগে অস্বস্তিতে ঘাটালের BJP প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হিরণের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আম আদমি পার্টি। ভুয়ো ডিগ্রি নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন হিরণ, এমনই দাবি আপের। যদিও হিরণের দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এমনকী এর পিছনে তৃণমূলের যোগ রয়েছে বলেও দাবি করেছেন BJP-র এই তারকা প্রার্থী।
উল্লেখ্য, ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে এবার BJP-র প্রার্থী হয়ে লড়ছেন হিরণ। নির্বাচনী হলফনামায় হিরণ নিজেকে ডক্টরেট বলে উল্লেখ করেছেন। তিনি খড়গপুর আইআইটিতে (IIT Kharagpur) গবেষণা করছেন বলে জানিয়েছেন। তবে হিরণের ডক্টরেট ডিগ্রি ভুয়ো বলে দাবি করেছে আম আদমি পার্টি বা আপ।
আরও পড়ুন- Suvendu on Dev: ‘দু’দফায় ৫০ লক্ষ টাকা নেন দেব’, কার কাছ থেকে? বিস্ফোরক শুভেন্দু! পাল্টা জবাব অভিনেতার
আপ-এর দাবি, তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) হিরণের ডক্টরেট ডিগ্রি সম্পর্কে জানতে চেয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। সেই ব্যাপারেই খড়গপুর আইআইটির তরফে তাদের জানানো হয়েছে, হিরণ সেখান থেকে এমন কোনও ডিগ্রি লাভ করেননি, এমনই দাবি করেছে আপ। এমনকী হিরণের প্রার্থীপদ বাতিলেরও দাবি করেছে আম আদমি পার্টি।
আরও পড়ুন- Bangladesh MP Murdered in Kolkata: কলকাতায় ‘খুন’ বাংলাদেশের সাংসদ, দেহের খোঁজে মরিয়া পুলিশ! রহস্য আরও গাঢ়
এদিকে, তাঁর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন হিরণ নিজে। ঘাটালের BJP প্রার্থী এপ্রসঙ্গে জানিয়েছেন, খড়গপুর আইআইটি থেকে 'পোস্ট পিএইচডি' করেছেন। খড়গপুর আইআইটির তরফে আপ-কে কেন এমন তথ্য দেওয়া হল তা নিয়েই পাল্টা প্রশ্ন তুলেছেন হিরণ। এমনকী এর পিছনে তৃণমূলের চক্রান্ত থাকতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। ভোট মিটলেই এব্যাপারে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আরও পড়ুন- Nandigram BJP Supporter Killed:দোকানে আগুন, রাস্তায় টায়ার জ্বেলে বিক্ষোভ, BJP সমর্থক খুনে অশান্তের স্রোত নন্দীগ্রামে
হিরণ নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন যে তিনি সিএমজে বিশ্ববিদ্যালয় থেকে ২০২১ সালে রুলাল ডেভলপমেন্ট বিভাগে ফিলোজফিতে ডক্টরেট করেছেন। ২০২৩ সালের মে মাস থেকে এখনও আইআইটি খড়গপুরে পোস্ট পিএইচডি করছেন তিনি।