ভুয়োর তালিকায় এবার বিধায়কও। রাজ্য বাজেট পেশের দিনই বিধানসভ থেকে গ্রেফতার করা হল ভুয়ো বিধায়ককে। বিধানসভার লবি থেকে এদিন বাজেট পেশের আগে এক ব্যক্তিকে গ্রেফতার ধরে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। নিজেকে বিধায়ক বলে দাবি করলেও ওই ব্যক্তি কাছ থেকে কোনও পরিচয়পত্র পায়নি পুলিশ।
বুধবার সকালে বাজেট় পেশের আগে তখন বিধানসভার সর্বত্র তুমুল হুড়োহুড়ি। অন্যান্য দিনের থেকে ভিড়ও বেশি। এক ফাঁকে বিধানসভার ২ নং গেট দিয়ে ঢুকে লবি পর্যন্ত চলে যান এক মধ্য বয়স্ক ব্যক্তি। নিরাপত্তারক্ষীরা তাঁকে পরীক্ষার করার সময় ধরা পড়েন। নাম জানতে চাওয়ায় তিনি দু'বার দু'রকম বলেন।
একবার বলেন গজানন বর্মা। অন্যবার গজানন বন্দ্যোপাধ্যায় বলে নিজেকে দাবি করেন। শেষে তাঁর পরিচয়পত্র দেখাতে বলা হলেও তিনি দেখাতে পারেননি। এরপর মার্শালকে খবর দেওয়া হয়। ওই ব্যক্তিকে হেয়ার স্ট্রিট থানার হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃত হাওড়ার বেলিলিয়াস রোডে বসবাসকারী চিরঞ্জিতলাল শর্মা। তিনি মানসিক ভাবে বিপর্যস্ত। বিধানসভায় দাঁড়িয়ে তিনি অসংলগ্ন কথা বলছিলেন। দু'বার দু'ধরণের নাম বলেছেন নিজের। তদন্তে উঠে এসেছে যে, ২০২০ ও ২০২১- পরপর দু'বছর ধৃত তাঁর একমাত্র ছেলে ও স্ত্রীকে হারিয়েছেন। বর্তমানে তিনি পুত্রবধূ ও নাবলক নাতনীর সঙ্গে বসবাস করেন।
বিধানসভার ভিতর-বাইরে কড়া নিরাপত্তাবেষ্টনীতে মোড়া থাকে। অধিবেশন চালাকালীন নজরদারি আরও বাড়ানো হয়। তা ভেদ করে এদিন ওই ব্যক্তি কীভাবে বিধানসভার গেট থেকে অধিবেশন কক্ষের কাছে পৌঁছে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থাও।