/indian-express-bangla/media/media_files/2025/09/08/faridabad-ac-fire-accident-family-death-2025-09-08-12-15-17.jpg)
মর্মান্তিক দুর্ঘটনা
মর্মান্তিক দুর্ঘটনা। এসির আউটডোর ইউনিটে আগুন। দম বন্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। হরিয়ানার ফরিদাবাদে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা।
সোমবার ভোরে গ্রিনফিল্ড কলোনির একটি বহুতল আবাসনে এসির আউটডোর ইউনিটে আগুন লাগার ফলে দম বন্ধ হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শচীন কাপুর, তার স্ত্রী রিঙ্কু এবং মেয়ে সুজন। গুরুতর আহত অবস্থায় ছেলে আরিয়ান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় পরিবারের পোষ্যেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর চারটে নাগাদ,রাকেশ মালিকের প্রথম তলার ফ্ল্যাটে এসির স্প্লিট ইউনিটে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সেখান থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ে উপরের তলায় কাপুর পরিবারের ফ্ল্যাটে। মুহূর্তের মধ্যে পুরো ঘর ঘন বিষাক্ত ধোঁয়ায় ভরে যায়। পরিবারের কেউ'ই ঘর থেকে বেরোনোর সুযোগই পায়নি। শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। এ সময় শচীনের ছেলে আরিয়ান প্রাণ বাঁচাতে দ্বিতীয় তলা থেকে লাফ দেয়। এতে গুরুতর জখম হলেও প্রাণে বেঁচে যায় সে। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। এ ধরনের দুর্ঘটনা এর আগেও দিল্লি-এনসিআর অঞ্চলে ঘটেছে।
আরও পড়ুন- পাকিস্তানের ঘৃণ্য চেষ্টা ফের ব্যর্থ! সেনা-জঙ্গির তুমুল গুলির লড়াইয়ে নিকেশ এক সন্ত্রাসবাদী
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us