Malda Crime News: বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদের মাশুল, চরম পরিণতি হল যুবকের, বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ মামা

Malda Crime News: দুই বছর আগে মাধ্যমিক স্তরের মাদ্রাসা পরীক্ষা শেষ করেই নানান কাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন ওই যুবক। তিনি তাঁর বাবার ইলেকট্রিকের দোকান দেখভাল করতেন।

author-image
Madhumita Dey
New Update
Malda Crime News: প্রতিবাদ করাতেই ওই যুবককেই শ্বাসরোধ করে খুন করার পর ঘরে সিলিংয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ

Malda Crime News: প্রতিবাদ করাতেই ওই যুবককেই শ্বাসরোধ করে খুন করার পর ঘরে সিলিংয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ

Malda Crime News: বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করেছিলেন ছেলে। আর তার জেরে বাবা ও কাকা মিলে বাড়ির একমাত্র ছেলেকে শ্বাসরোধ করে খুন করার পর শোয়ার ঘরে সিলিংয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল। রবিবার রাতে  ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মোজামপুর গ্রাম পঞ্চায়েতের শেরশাহি এলাকায়। এই ঘটনায় মৃতের অভিযুক্ত বাবা সরফরাজ আলম এবং এক কাকা ডনি মোমিনের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। 

Advertisment

মৃত যুবকের এক মামা সামিম নবাব এই অভিযোগ পুলিশকে জানিয়েছেন। মৃতের নাম রাজ মোমিন (২০)। দুই বছর আগে মাধ্যমিক স্তরের মাদ্রাসা পরীক্ষা শেষ করেই নানান কাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন ওই যুবক। তিনি তাঁর বাবার ইলেকট্রিকের দোকান দেখভাল করতেন। কিন্তু ওই যুবকের বাবা সরফরাজ আলমের সঙ্গে তার স্ত্রীর সামিমা বিবির কয়েক বছর আগে সম্পর্কের বিচ্ছেদ হয়। এরপর সরফরাজ আলম অন্য এক জায়গায় পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েন বলে অভিযোগ। 

বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিলেন ছেলে রাজ মোমিন। কিন্তু তাঁর ওপর জুটত মারধর। কিছুদিন আগেই দ্বিতীয় বিয়ে করে সরফরাজ আলম। সেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করাতেই ওই যুবককেই শ্বাসরোধ করে খুন করার পর ঘরে সিলিংয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। 

আরও পড়ুন 'বিয়ে না দিলে ঝাঁপ দিয়ে মরব', টাওয়ারে উঠে হুমকি প্রেমিকের! হুবহু হিন্দি ছবি 'শোলে'র চিত্রনাট্য

Advertisment

মৃতের মামা সামিম নাদাব এবং এক মাসি শাবানা বিবি জানিয়েছেন, তাঁদের বাড়ি সুজাপুরে। তার দিদিকে জামাইবাবু সরফরাজ আলম অনেকদিন আগেই মারধর দিয়ে তাড়িয়ে দেয়। বর্তমানে সুজাপুরে বাবার বাড়িতে থাকেন সামিমা বিবি। ভাগ্নে রাজ মোমিন ইলেকট্রিকের ব্যবসা দেখভালের জন্য বাবার সঙ্গে থাকতেন। মাঝেমধ্যে তাঁর মায়ের সঙ্গে আসতেন সুজাপুরের বাড়িতে দেখা করতে। কিন্তু তাঁর এক কাকা ডনি মোমিন এবং জামাইবাবু সরফরাজ আলম রাজ মোমিনের ওপর নানান অজুহাতে অত্যাচার চালাচ্ছিল। কারণ, তাঁর জামাইবাবু দ্বিতীয় বিয়ে করেছিল। 

এনিয়ে প্রতিবাদ করেছিল ভাগ্নে। রবিবার রাতে ওদের বাড়িতেই ভাগ্নেকে শ্বাসরোধ করে খুন করার পর ঘরের সিলিংয়ে ঝুলিয়ে দেওয়া হয়। পুরো বিষয়টি নিয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

West Bengal Malda West Bengal Police West Bengal News west bengal latest news