boyfriend threatened to commit suicide by climbing on the top of the tower to marry his lover: আজব কাণ্ড মালদায়! বলিউডের সুপার-ডুপারহিট হিন্দি সিনেমা 'শোলে'র কায়দায় প্রেমিকাকে পেতে ৫০০ ফুট উচ্চতার মোবাইল টাওয়ারে উঠে 'নাছোড়বান্দা' প্রেমিক। প্রেমিকার সঙ্গে নিজের বিয়ের দাবিতে টাওয়ারে উঠে দিনভর তুলকালাম কাণ্ড ঘটালো এক যুবক। মালদার ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি এলাকার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ এবং দমকল বাহিনী গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় অবশেষে মোবাইল টাওয়ারের উপর থেকে ওই যুবককে নামাতে সক্ষম হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম বাবুলাল মণ্ডল (২৫)। তাঁর বাড়ি বাগবাড়ি বিনপাড়া এলাকায়। বাড়ির লোকজনদের সঙ্গে ঝগড়া করার পর রাগের বশে সংশ্লিষ্ট এলাকার মোবাইল টাওয়ারের মাথায় উঠে বসে ওই যুবক। সেখান থেকে চিৎকার করে তাঁকে বলতে শোনা যায়, প্রেমিকার সঙ্গে বিয়ে না দেওয়া হলে ওই টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হবে সে।
তাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ওই যুবকের পরিবারের লোকেদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সংশ্লিষ্ট থানার পুলিশ এবং দমকল বাহিনী। কিন্তু নাছোড়বান্দা যুবককে বাগে আনতে পারেননি পুলিশ ও প্রশাসনের কর্তারা। এরপরই ডাক পড়ে প্রেমিকার বাড়ির লোকজনের।
আরও পড়ুন- West Bengal News Live: '৬ মাসে বাংলাদেশ ও পাকিস্তান মিশে গেলে অবাক হব না', বিস্ফোরক দাবি শুভেন্দুর
বাগবাড়ি বিনপাড়া এলাকার প্রত্যক্ষদর্শী সুবীর মণ্ডল বলেন, "ও তো আমাদের বন্ধু। একসঙ্গে আড্ডা মারি। দিনমজুরির কাজ করে বাবুলাল । কিন্তু হঠাৎ করে ওর মাথা বিগড়ে যাবে তা বুঝে উঠতে পারিনি। আমরা অনেক চিৎকার চেঁচামেচি করে ওকে নামাতে পারিনি। অবশেষে ও যে মেয়েটিকে ভালবাসে তার পরিবারের লোকেদের ডেকে আনা হয়। সেই পরিবারের লোকেদের আশ্বাসেই অবশেষে ধীরে ধীরে সেই হাইটেনশন টাওয়ারের থেকে নিচে নামে বাবুলাল।"
আরও পড়ুন- Birbhum News: ফের প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব, কাজল ঘনিষ্ঠ নেতার বাড়িতে ব্যাপক বোমাবাজি, নিশানায় কেষ্ট অনুগামীরা
এদিকে বাবুলাল মণ্ডলের এক আত্মীয় প্রকাশ মণ্ডল জানিয়েছেন, বিনপাড়া এলাকার এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক ছিল ওই যুবকের। মাঝে সম্পর্কের বিচ্ছেদ হয়। তারপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিল বাবুলাল। কিন্তু ও যে এমন কাণ্ড ঘটাবে তা বুঝতে পারিনি।
আরও পড়ুন- Bangladesh News : বর্বরতার চরম পর্যায়ে ইউনূস সরকার, প্রকাশ্যে স্যানিটারি ন্যাপকিন বিক্রিতেও চোখরাঙানি
মদ্যপান করে রাগের মাথায় এই কাণ্ড ঘটিয়েছে বাবুলাল। তবে বাবুলালের প্রেমিকার বাড়ির লোকজন যদি না সহযোগিতা করতো, তা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। উপস্থিত সকলের উপস্থিত বুদ্ধির জেরে বাবুলালকে বাঁচানো সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবককে দুর্ঘটনা হাত থেকে বাঁচানো হয়েছে।