Birbhum Murder: বৌমার অবৈধ সম্পর্কে বাধা দেওয়ায় শ্বশুরকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হল— এমনই চাঞ্চল্যকর অভিযোগে উত্তাল বীরভূমের মল্লারপুর থানা এলাকার রাতমা গ্রাম। মৃত শ্বশুরের নাম তামাল বাগদি (৫৮)।
জানা গিয়েছে, শ্বশুর তামাল বাগদি তাঁর বৌমার গ্রামের এক যুবকের সঙ্গে গড়ে ওঠা অবৈধ সম্পর্কের বিরোধিতা করেন। এরপর থেকেই পরিবারের অশান্তি শুরু হয়। অভিযোগ, অশান্তির জেরে মাসখানেক আগে বৌমা বাপেরবাড়ি সিউড়িতে চলে যান।
গত রবিবার চাষের জমি দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যান তামাল। পরিবারের তরফে সারারাত খোঁজাখুঁজি চলার পর সোমবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি পুকুরের পাশে মাটি চাপা অবস্থায় দেহের সন্ধান পাওয়া যায়।
খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
মৃতের স্ত্রী শুশনি বাগদির অভিযোগ, বৌমার বিবাহবহির্ভূত সম্পর্কে আপত্তি তোলাতেই গ্রামবাসীদের সহযোগিতায় তাঁকে খুন করা হয়েছে। তিনি বৌমার বাবা, মা এবং গ্রামের তিন যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন।
এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে এবং গোটা ঘটনার তদন্তে নেমেছে।
হাওড়ার নাকের ডগায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, ছিটকে গেলেন যাত্রীরা, হাসপাতালে হাহাকার