West Bengal News Highlights: হাওড়ার নাকের ডগায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, ছিটকে গেলেন যাত্রীরা, হাসপাতালে হাহাকার

West Bengal news July 7 2025: রাজ্য তথা দেশের সব বড় খবরের টাটকা আপডেট পড়ুন। রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া জগতের বড় খবরের আপডেট জানুন।

West Bengal news July 7 2025: রাজ্য তথা দেশের সব বড় খবরের টাটকা আপডেট পড়ুন। রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া জগতের বড় খবরের আপডেট জানুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
1751883897_Photo_(77)

News in Bengal live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

West Bengal news July 7 2025: সোমবার আসানসোল-দুর্গাপুর থেকে কলকাতাগামী একটি Greenline যাত্রীবোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়ে নিবেদিতা সেতুতে। নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডরেলে ধাক্কা মারে বাসটি, ফলে বাসে থাকা অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। সংঘর্ষের তীব্রতায় এক বৃদ্ধ যাত্রী বাস থেকে ছিটকে পড়ে যান বলে জানা গিয়েছে।

Advertisment

দুর্ঘটনার পরই বালি থানার পুলিশ এবং বালি ট্রাফিক গার্ডের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। নিবেদিতা সেতুর স্টাফরাও উদ্ধারকাজে সহায়তা করেন। বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পরে বাসের বাকি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প পরিবহণের ব্যবস্থা করা হয়। এই ঘটনায় কিছুক্ষণ নিবেদিতা সেতুতে যান চলাচল ব্যাহত হলেও, পরে পুলিশের নজরদারিতে যান চলাচল স্বাভাবিক হয়। যদিও কী কারণে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে তার সঠিক কারণ এখনও জানা যায়নি। অনুমান প্রবল বৃষ্টিতে ব্রেক ফেলা করাতেই বিপত্তি।

দীর্ঘ রোগভোগের পর শেষমেষ প্রয়াত হলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ প্রমথেশ মুখোপাধ্যায়। প্রাক্তন আরএসপি সাংসদ সোমবার কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন। প্রবীণ রাজনীতিবিদের  প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শোক বার্তায় অধীর বলেছেন, "বহরমপুর লোকসভার প্রাক্তন সাংসদ ডঃ প্রমথেশ মুখার্জি পরলোকগমন করলেন। আমি এই খবর শুনে অত্যন্ত ব্যথিত ও শোকাহত হলাম। ওনার সাথে রাজনৈতিক লড়াই ছিল, কিন্তু তিনি বরাবরই ছিলেন আমার কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। Sang জ্ঞান, শিক্ষা ভদ্রতা ও সংস্কৃতিবোধ আমার স্মরণে অমলিন হয়ে আছে।"

Advertisment

অবশেষে বড়সড় স্বস্তি পেলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা শান্তনু সেন। তাঁর ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, বিদেশের ডিগ্রি তিনি এদেশে ব্যবহার করছেন যা কিনা অবৈধ। এক্ষেত্রে, শান্তনুর বক্তব্য ছিল রেজিস্ট্রেশনের জন্য আবেদন করলেও তিনি কোনও সাড়া পাননি। শান্তনু সেনের ডাক্তারির রেজিস্ট্রেশন দু'বছরের জন্য বাতিল করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শান্তনু। সোমবার ছিল সেই মামলার শুনানি। রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্দেশ খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

সপ্তাহের প্রথম দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা মুর্শিদাবাদে। হলদিয়া-ফারাক্কা রাজ্য সড়কে যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক দুর্ঘটনা। বড়ঞা থানার কড়ালিতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসে সজোরে ধাক্কা ডাম্পারের। সেই দুর্ঘটনার জেরে আহত বাসের চালক ও একাধিক যাত্রী। দুর্ঘটনায় ডাম্পারের চালক ও খালাসিও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বড়ঞা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ দুটি গাড়িই আটক করেছে। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে যানজট তৈরি হয় ওই এলাকায়। যদিও কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিহারের ভোটার তালিকার সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-সহ আরও বেশ কয়েকজন। একসঙ্গে এবার সেই সব মামলা শুনবে দেশের সর্বোচ্চ আদালত। সোমবার শীর্ষ আদালত মামলাগুলি গ্রহণ করেছে। আগামী বৃহস্পতিবার শীর্ষ আদালতে মামলাগুলির শুনানি হবে। উল্লেখ্য, বিহারের ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধনের নির্দেশ জারি করে নির্বাচন কমিশন। কমিশনের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। চলতি বছরের শেষের দিকেই বিহারে বিধানসভা ভোট। 

আরও পড়ুন- Kolkata weather forecast:গভীর নিম্নচাপের জেরে কাঁপানো দুর্যোগ-শঙ্কা বাংলায়! প্রবল বৃষ্টিতে ধুয়ে যাবে কোন কোন জেলা?

আরও পড়ুন- Jagannath Chattopadhyay: রাষ্ট্রপতি ভবন থেকে তাঁর সম্পত্তি খতিয়ে দেখতে নির্দেশ? কী বললেন BJP-র জগন্নাথ?

  • Jul 07, 2025 14:30 IST

    Kolkata News Live Updates:দিলীপের তৃণমূল-যোগ সম্ভাবনা আরও বাড়ল?

    আবারও চর্চায় দিলীপ ঘোষ। গত কয়েকদিন ধরেই তাঁর তৃণমূল যোগের সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছে। এ ব্যাপারে জল্পনা খানিকটা দিলীপ ঘোষ নিজেই বাড়িয়েছেন। সোমবার ফের একবার ওই একই বিষয় নিয়ে মুখ খুললেন ডাকাবুকো BJP নেতা। ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে তাঁকে দেখা যাবে? রাখঢাক না রেখেই সোজাসাপ্টা উত্তর প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির।

    বিস্তারিত পড়ুন- Dilip Ghosh:'২১ জুলাইয়ের পর কোনও প্রশ্ন থাকবে না', দিলীপের তৃণমূল-যোগ সম্ভাবনা আরও বাড়ল?



  • Jul 07, 2025 13:55 IST

    Kolkata News Live Updates:বৃষ্টির জমা জলে ডুবে মৃত্যু দুই ভাইয়ের

    মালদার রতুয়ার দেবীপুর প্রধানপাড়ায় জলভর্তি গর্তে মর্মান্তিক মৃত্যু দুই শিশুর। সোমবার দুপুরে মৃত দাদা-ভাইয়ের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। মৃত দুটি শিশুর বয়স যথাক্রমে ৫ ও ৪ বছর। স্থানীয় একটি নার্সারিতে কেজি ওয়ানে পড়াশোনা করতো তারা। 



  • Jul 07, 2025 13:38 IST

    Kolkata News Live Updates:আজ থেকে চালু কসবার ল' কলেজ

    সোমবার থেকে আংশিকভাবে চালু কসবার সাউথ ক্যালকাটা ল' কলেজ। কলেজ কর্তৃপক্ষ, পরিচালন সমিতি এবং উচ্চ শিক্ষা দপ্তরের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত হয়। আজ সকাল ৮টা থেকে চালু হয়ে বেলা ২টো পর্যন্ত কলেজ খোলা থাকবে। বেলা ২টোর পর গোটা কলেজ দেখে স্থায়ী নিরাপত্তাকর্মীকে মেইন গেটে চাবি দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময় মেনেই কলেজের সব শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীকে ঢুকতে ও বেরোতে বলা হয়েছে।



  • Jul 07, 2025 12:30 IST

    Kolkata News Live Updates:ফের অধীরের নিশানায় মমতা

    আবারও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার তৃণমূল সুপ্রিমোর সঙ্গে BJP-R S S-এর ঘনিষ্ঠতার অভিযোগের সোচ্চার বহরমপুরের প্রাক্তন সাংসদ। সেই সঙ্গে বিহারের ভোটার তালিকা তৈরি নিয়েও নির্বাচন কমিশনের সমালোচনায় বর্ষীয়ান কংগ্রেস নেতা।

    বিস্তারিত পড়ুন- Adhir Chowdhury: 'মুখ্যমন্ত্রী ঝোলেও আছেন, অম্বলেও আছেন', বেনজির কটাক্ষ অধীরের



  • Jul 07, 2025 12:08 IST

    Kolkata News Live Updates:পাকিস্তানকে আক্রমণ মোদীর

    ব্রাজিলে ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে আরও একবার তুমুল আক্রমণ শানালেন। পহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলার দায় পাকিস্তানের উপরে আবারও চাপিয়ে মোদী বলেন, "চুপ করে থেকে জঙ্গিদের সম্মতি দেওয়া কখনই গ্রহণযোগ্য নয়। ভারত একাধিকবার প্রমাণ দিয়েছে যে কীভাবে পাকিস্তান সন্ত্রাসবাদকেই রাষ্ট্রনীতি বলে চালিয়ে যাচ্ছে।"



  • Jul 07, 2025 10:38 IST

    Kolkata News Live Updates:ভারতের মাটিতে ব্রিটিশ যুদ্ধবিমান

    যান্ত্রিক ত্রুটির কারণে গত  ২২ দিন ধরে তিরুবনন্তপুরমে আটকে ব্রিটিশ ফাইটার জেট F- 35B! এবার বিমানের যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য ব্রিটেন থেকে এল বিশেষজ্ঞ দল। তারাই বিমানের যান্ত্রিক ত্রুটি মূল্যায়ন ও মেরামত করবেন। ব্রিটিশ হাই কমিশনের এক শীর্ষ মুখপাত্র ব্রিটিশ বিশেষজ্ঞ দলের আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ রয়েল এয়ার ফোর্সের এই দলের আসার পর, যুদ্ধবিমানটিকে এয়ার ইন্ডিয়ার হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়েছে।

    বিস্তারিত পড়ুন- F 35 Fighter Aircraft: ভারতের মাটিতে ব্রিটিশ যুদ্ধবিমান, বিরাট জল্পনায় হুলস্থূল



  • Jul 07, 2025 10:36 IST

    Kolkata News Live Updates:প্রবল বৃষ্টিতে ধুয়ে যাবে কোন কোন জেলা?

    ভরা বর্ষায় সৃষ্ট গভীর নিম্নচাপ। তারই জেরে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, জেলায়-জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামী দু'দিন বিক্ষিপ্তভাবে দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়। 

    বিস্তারিত পড়ুন- Kolkata weather forecast:গভীর নিম্নচাপের জেরে কাঁপানো দুর্যোগ-শঙ্কা বাংলায়! প্রবল বৃষ্টিতে ধুয়ে যাবে কোন কোন জেলা?



  • Jul 07, 2025 10:35 IST

    Kolkata News Live Updates: মুখ খুললেন জগন্নাথ

    একটি ইমেইলকে কেন্দ্র করে তোলপাড় করে যায় রাজ্য রাজনীতিতে। রাজ্য BJP-র সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। তাঁর সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখতে রাষ্ট্রপতি ভবনের সচিবালয় থেকে নবান্নকে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। রোডে যায়। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জগন্নাথ চট্টোপাধ্যায় নিজেই।

    বিস্তারিত পড়ুন- Jagannath Chattopadhyay: রাষ্ট্রপতি ভবন থেকে তাঁর সম্পত্তি খতিয়ে দেখতে নির্দেশ? কী বললেন BJP-র জগন্নাথ?



Kasba Law College gang rape