/indian-express-bangla/media/media_files/2025/08/10/fir-against-bjp-mla-ashok-dinda-2025-08-10-07-46-43.jpg)
বিরাট বিপাকে হেভিওয়েট বিজেপি বিধায়ক, নবান্ন অভিযানে পুলিশকে হুমকি কাণ্ডে FIR দায়ের
Nabanna Abhijan: কলকাতা পুলিশের তরফে শনিবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বিজেপি বিধায়ক আশোক দিন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
অভিযোগ, রাজ্য সরকারের সদর দফতর নবান্ন অভিযানের সময় পুলিশ কর্মীদের হুমকি দেওয়া ও গালিগালাজ করেন তিনি। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের বর্ষপূর্তি উপলক্ষ্যে ন্যায় বিচার আনার লড়াইয়ে প্রতিবাদের অংশ হিসাবে গতকাল নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় নির্যাতিতার পরিবারের তরফে। আর সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে রীতিমত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়।
আরও পড়ুন- আরজি কর কাণ্ডের এক বছর: নবান্ন অভিযানে উত্তাল কলকাতা, লেন্সবন্দি টানটান কিছু মুহূর্ত
পার্কস্ট্রিটে পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে। তাতে আহত হয়, বিরোধী দলনোত শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, অভয়ার বাবা-সহ কমপক্ষে ১০০ জন। অশোক দিন্দার পাঞ্জাবি টেনে ছিঁড়ে দেওয়ার অভিযোগও সামনে আসে।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিডিও ফুটেজে দিন্দাকে পুলিশ অফিসারদের হুমকি দিতে এবং এক শীর্ষ পুলিশ আধিকারিকের নিরাপত্তারক্ষীকে মারধর করতে দেখা গিয়েছে। তবে সেই রক্ষী মাথায় হেলমেট পরে থাকায় তিনি সেভাবে আহত হননি।
এক সিনিয়র পুলিশ আধিকারিক জানান, “ভিডিও ফুটেজ আমরা খতিয়ে দেখছি। অন্য কেউ হুমকি বা অসদাচরণ করেছে কিনা, তা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হবে।”
আরও পড়ুন- দিল্লিতে কাজে গিয়ে বিরাট দুর্ঘটনার কবলে বাঙালি পরিবার, পরপর মৃত্যুতে হাহাকার!
শনিবার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়ক আশোক দিন্দা ও অন্যরা পার্ক স্ট্রিট দিক থেকে নবান্ন অভিমুখে মিছিলে অংশ নেন। ব্যারিকেড দিয়ে মিছিল আটকালে বিজেপি কর্মীরা তা ভাঙার চেষ্টা করেন। পুলিশের সঙ্গে বেশ কয়েকজন নেতা ও বিধায়কের কথা কাটাকাটিও হয়। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত ‘নবান্ন অভিযান’-এর ঘটনায় মোট ছ’টি এফআইআর দায়ের করা হয়েছে।