/indian-express-bangla/media/media_files/2025/08/09/death-2025-08-09-20-51-49.jpg)
মৃতদের গ্রামের বাড়িতে প্রতিবেশীদের ভিড়।
দিল্লিতে দেওয়াল চাপা পড়ে একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাংঘাতিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রাজধানীতে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত ও আহতরা প্রত্যেকেই মুর্শিদাবাদের নওদার গঙ্গাধারী জোড়তলা এলাকার বাসিন্দা।
দিল্লিতে কাজের সন্ধানে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের চারজনের। মৃতরা হলেন মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী জোড়তলা গ্রামের বাসিন্দা রবিউল মন্ডল, রুবিনা বিবি, হাসিনা খাতুন ও রুকসানা খাতুন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে কাজের খোঁজে দিল্লিতে গিয়েছিলেন তাঁরা। সেখানেই একটি বাড়ি ভাড়া নিয়ে তাঁরা বসবাস করছিলেন। শনিবার সকালে হঠাৎ করে ভাড়া বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও একজন।
এদিকে মর্মান্তিক এই মৃত্যুর খবর মুর্শিদাবাদের নওদার ওই গ্রামে এসে পৌঁছোতেই শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন মৃতদের আত্মীয়রা। গোটা এলাকা শোকে পাথর। মুর্শিদাবাদের এই এলাকা থেকে আরও বহু যুবক কাজের সন্ধানে কেউ দিল্লি, কেউ রাজস্থান, মধ্যপ্রদেশ, কেরালা ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যে রয়েছেন।
আরও পড়ুন- CPM-এর মীনাক্ষীর কথাই BJP-র শুভেন্দুর মুখে, লাগামহীন আক্রমণ শানালেন কাকে জানেন?
সাম্প্রতিক সময়ে ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা বেড়েছে। তাই অনেকেই এখন গ্রামের বাড়িতে ফিরে এসেছেন। যারা এখনও রয়ে গিয়েছেন তাঁদের জন্য উদ্বেগে রয়েছে পরিবার। এরই মধ্যে এমন মর্মান্তিক মৃত্যুর খবর গ্রামে পৌঁছোতেই শোকের আবহ তৈরি হয়েছে।