নিউ দিঘার হোটেলে আগুন। বৃহস্পতিবার সকালে আচমকা নিউ দিঘার 'হোটেল ভিক্টোরিয়া'য় আগুন ধরে যায়। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চরিদিক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে দমকলের ২টি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে এসে যায়। শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান দমকলের।
Advertisment
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন হোটেলে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। কোনওভাবে তা থেকেই হোটেলে আগুন লেগে যায়। হোটেলটিতে প্রায় ৪০টি ঘর রয়েছে। তবে করোনাকালে পর্যটকদের সংখ্যা ছিল কম। তবুও এদিন আগুন লাগতেই দ্রুত গোটা হোটেল ফাঁকা করে দেওয়া হয়। অনেক পর্যটক তার আগেই আতঙ্কে হোটেলের জানলা ভেঙে নীচে নেমে নামার চেষ্টা করেন। হোটেল জুড়ে হুড়োহুড়ি পড়ে যায়।
এদিকে, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে যায় দমকলের ২টি ইঞ্জিন। শুরু হয়ে যায় আগুন নেভানোর কাজ। দমকল কর্মীদের সঙ্গেই আগুন নেভানোর কাজে হাত লাগান হোটেলের কর্মী ও স্থানীয়রা।
আশেপাশের হোটেলগুলি থেকেও কর্মীরা ছুটে আসেন। এদিন হোটেল ভিক্টোরিয়ায় আগুন লাগতেই আতঙ্ক চরমে ওঠে। হোটেল থাকা পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কেউ জানলা দিয়ে বাইরে বেরিয়ে আসেন। কেউ সিঁড়ি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন।
যদিও দ্রুত দমকল পৌঁছে যাওয়ায় এদিন অগ্নিকাণ্ড ব্যাপক আকার নেয়নি। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকলকর্মীরা। অগ্নিকাণ্ডের জেরে হতাহতেরও কোনও ঘটনা ঘটেনি। শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকল কর্মীদের।