scorecardresearch

বোলপুরে Axis ব্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ড! এই শাখায় অ্যাকাউন্ট আছে অনুব্রত ও তাঁর মেয়ের

গরুপাচার মামলার তদন্তে বোলপুরের অ্যাক্সিস ব্যাঙ্কের এই শাখায় বেশ কয়েকবার হানা দিয়েছে সিবিআই।

Anubrata Mondal, CBI, Axis Bank,
বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ব্যাঙ্কের দোতলায় আগুন লাগে। ছবি- আশিস মণ্ডল

অ্যাক্সিস ব্যাঙ্কের বোলপুর শাখায় ভয়াবহ আগুন। দমকলের দুটি ইঞ্জিন আগুন আয়ত্বে আনার চেষ্টা করছে৷ গরুপাচার মামলায় তদন্তে নেমে এই ব্যাঙ্কের শাখায় একাধিকবার হানা দিয়েছে সিবিআই। এই শাখায় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, দেহরক্ষী সায়গল হোসেন-সহ ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট রয়েছে৷

বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ব্যাঙ্কের দোতলায় আগুন লাগে। প্রথম ফলস সিলিং থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। এর পর গোটা ব্যাঙ্কে আগুন ছড়িয়া পড়ে। আতঙ্কিত কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

উল্লেখ্য, গরুপাচার মামলার তদন্তে বোলপুরের অ্যাক্সিস ব্যাঙ্কের এই শাখায় বেশ কয়েকবার হানা দিয়েছে সিবিআই। জেরা করা হয়েছে ব্যাঙ্কের আধিকারিকদের। অনুব্রত এবং তাঁর মেয়ের একাধিক ফিক্সড ডিপোজিট, অ্যাকাউন্টের হদিশ পান তদন্তকারীরা। সেগুলি খতিয়ে দেখা হচ্ছিল। তার মধ্যেই এই অগ্নিকাণ্ড নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

আরও পড়ুন সারদার নথি চুরির তদন্তে মমতার পুলিশ-ই! হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল শুভেন্দুর

এছাড়া সুকন্যা মণ্ডলের নামে কেনা জমির লেনদেন এই অ্যাক্সিস ব্যাঙ্কের বোলপুর শাখার মাধ্যমেই হয়েছিল৷ তারপরেই এই ব্যাঙ্কে ভয়াবহ আগুন৷ তথ্য লোপাটের জন্যই কি এই আগুন? উঠছে প্রশ্ন৷

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Fire axis bank bolpur branch anubrata mondal sukanya mondal