Fire: বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্রের টুরিস্ট কটেজে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার ভোরে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখা যায় ওই ট্যুরিস্ট কটেজটি থেকে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা কার্যত গ্রাস করে নেয় গোটা কটেজটিকে। অগ্নিকাণ্ডের সময়েই বিস্ফোরণের শব্দ পর্যন্ত মিলেছে। চোখের পলকের মধ্যেই ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে সম্পূর্ণরূপে ভষ্মীভূত হয়ে যায় গোটা কটেজটি।
দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপে একটি টুরিস্ট কটেজে ভয়াবহ আগুন লাগে। বৃহস্পতিবার ভোরে হঠাৎই ওই টুরিস্ট কটেজটিতে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা টুরিস্ট কটেজ। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়।
স্থানীয়রাই দৌড়ে এসে জল ঢেলে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। বিধ্বংসী আগুন আরও মারাত্মক আকার নেয়। বিস্ফোরণে শব্দ পর্যন্ত মিলেছে। নিমেষের মধ্যে গোটা কটেজটি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে।
আরও পড়ুন- Vande Bharat Express: নামমাত্র ভাড়াতেই 'জমাটি খানা', 'স্বপ্নের সফর' বন্দে ভারতে! হাওড়া থেকেই ছুটছে দুই ট্রেন
আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর! না জানলে পস্তাবেন
তবে এই অগ্নিকাণ্ডের জেরে পর্যটকদের কোনও ক্ষতি হয়েছে কিনা সেব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও তথ্য মেলেনি। এমনকী অন্য কেউও এই অগ্নিকাণ্ডের জেরে আহত হয়েছেন কিনা তাও এখনও জায়া যায়নি। কী থেকে হঠাৎ করে এই ভয়াবহ আগুন লেগে গেল সেটাও এখনও স্পষ্ট নয়। তবে এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে বঙ্গোপসাগরের পাড়ে এই পর্যটন কেন্দ্রে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন- Junior Doctor's Protest: রাজ্যের সঙ্গে বৈঠকে হতাশ, কর্মবিরতি জারি রাখার সিদ্ধান্ত জুনিয়র ডাক্তাররা