Kolkata Metro: কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ পার্পল এবং অরেঞ্জ লাইনে পাঁচটি "নো বুকিং কাউন্টার স্টেশন" সফলভাবে চালু করার পর গত ১৭ সেপ্টেম্বর, ২০২৪ থেকে থেকে পার্পল লাইনে আরও একটি "নো বুকিং কাউন্টার স্টেশন" চালু করে দিয়েছে। স্টেশনটি হল বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশন। বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশনে দৈনিক গড় যাত্রী সংখ্যা প্রায় ১২৪। কম যাত্রী হওয়ার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এব্যাপারে বিবৃতি প্রকাশ করেছে মেট্রোরেল।
মেট্রোরেলের তরফে প্রকাশিত বিবৃতি:
যেহেতু যাত্রী সংখ্যা খুবই কম, মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ ১৭.৯.২৪ থেকে এই স্টেশনটিকে "নো বুকিং কাউন্টার স্টেশন" হিসাবে করার সিদ্ধান্ত নেয়। এই স্টেশনে ১৭.৯.২০২৪ থেকে টোকেন, নতুন স্মার্ট কার্ড বা স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য কোনও বুকিং কাউন্টার খোলা থাকছে না এবং কোনও বুকিং কর্মী উপস্থিত থাকছেন না। পরিবর্তে, যাত্রীরা স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (ASCRM) থেকে তাদের টোকেন, স্মার্ট কার্ড, পেপার কিউআর কোড ভিত্তিক টিকিট কিনতে পারছেন।
তাঁরা এই মেশিনগুলি থেকে তাঁদের স্মার্ট কার্ড রিচার্জ করতে পারছেন। এই কারণে এই স্টেশনে ইতিমধ্যে ASCRM মেশিন বসানো হয়েছে। উল্লেখ্য যে এই ব্যবহারকারী-বান্ধব ASCRM মেশিনগুলি কলকাতা মেট্রোতে ভ্রমণের অভিজ্ঞতা বাড়াতে চলেছে। যাত্রীরা এই ASCRM-এ UPI পেমেন্ট ভিত্তিক টিকিটিং সিস্টেমও বেছে নিতে পারেন।
আরও পড়ুন- Minakshi Mukherjee: মীনাক্ষীকে ডেকে পাঠাল CBI, ডাকাবুকো বামনেত্রীর কাছ থেকে কী জানতে চান গোয়েন্দারা?
আরও পড়ুন- Junior Doctor's Protest: রাজ্যের সঙ্গে বৈঠকে হতাশ, কর্মবিরতি জারি রাখার সিদ্ধান্ত জুনিয়র ডাক্তাররা
সুতরাং বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশন থেকে যাঁরা যাতায়াত করেন তাঁরা এবার থেকে স্বংয়ক্রিয় ব্যবস্থার মাধ্যমেই মেট্রোর টোকেন বা রিচার্জ কার্ড ব্যবহার করতে পারবেন। কাউন্টারে গিয়ে টিকিট কেটে মেট্রোয় চড়া অনন্ত বেহালা চৌরাস্তা স্টেশনে এখনই সম্ভবপর হচ্ছে না।
আরও পড়ুন- Boat Accident: বন্যা পরিস্থিতি দেখতে বিপত্তি! নদীতে উল্টে গেল স্পিড বোট, অল্পের জন্য রক্ষা বিধায়ক-সাংসদের