Purba Bardhaman News: সাবমার্সিবল পাইপ পুঁততে গিয়ে অঘটন! জলের বদলে বেরলো গ্যাস ও আগুন, বিরাট আতঙ্ক গ্রামে

Purba Bardhaman News: পূর্বস্থলী ১ ব্লকের বিডিও সঞ্জয় সেনাপতি জানান, “ওএনজিসির প্রতিনিধিরা শনিবার ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। সেই রকম কিছু তারা পাননি বলেই শুনেছি। হয়তো ওই জায়গায়  গ্যাসের একটা পকেট ছিল। ওএনজিসি’র রিপোর্ট দিলে সবিস্তার জানা যাবে’।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Purba Bardhaman News: সোঁ-সোঁ শব্দে পাইপ দিয়ে বেরিয়ে আসে গ্যাস আর আগুন

Purba Bardhaman News: সোঁ-সোঁ শব্দে পাইপ দিয়ে বেরিয়ে আসে গ্যাস আর আগুন

Purba Bardhaman News: পরিশ্রুত পানীয় জল সরবরারের জন্য তৈরি হচ্ছিল গভীর নলকূপ। তার জন্য মাটির নিচে প্রায় ২৯০ ফুট গভীর পর্যন্ত পাইপ পোঁতা হয়ে গেলেও মেলে না জল। পরিবর্তে সোঁ-সোঁ শব্দে পাইপ দিয়ে বেরিয়ে আসে গ্যাস আর আগুন। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত সমুদ্রগড়ের দক্ষিণবাটি এলাকার বাসিন্দাদের মধ্যে। তা জানতে পেরে পুলিশ ও দমকল বাহিনীও ঘটনাস্থলে পৌছে যায়। জল প্রকল্পের কাজ স্থগিত করে দিয়ে এলাকাটি সংরক্ষিত করে রাখা হয়েছে। এমনটা হওয়ার কী কারণ তা নিশ্চিত হতে ব্লকের বিডিও অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনে (ওএনজিসি) খবর দেন। ওএনজিসি’র প্রতিনিধিরা শনিবার দুপুরে ঘটনাস্থলে পৌছে পরীক্ষা-নিরীক্ষা চালান।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে,পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের অধীনের একটি প্রত্যন্ত গ্রাম দক্ষিণবাটি। গ্রামের মানুষজনকে পরিশ্রুত পানীয় জল পৌছে দিতে গত শুক্রবার থেকে গভীর নলকূপ (সাবমার্সিবল) বসানোর কাজ শুরু হয়। গ্রামের বাসিন্দা কুদরুস আলি শেখ বলেন, মিস্ত্রিরা স্বাভাবিক নিয়মেই নলকূপের পাইপ বসানোর কাজ করছিলেন। পাইপ মাটির নিচে প্রায় ২৯০ ফুট গভীর পর্যন্ত পৌছে গেলে বালি বা জল, কোনও কিছুই মেলে না। কিছু একটা আছে সন্দেহ করে সন্ধ্যার মুখে মিস্ত্রিরা পাইপ তুল নিতে শুরু করেন। তখন সোঁ-সোঁ শব্দে পাইপ পোঁতা জায়গার মাটির নিচ থেকে গ্যাস বের হতে শুরু করে। এরপর হঠাৎই পাইপের মুখে দপ করে আগুন জ্বলে ওঠে। আগুনের শিখা বেশ কয়েক ফুট উপর পর্যন্ত উঠে যায়। তা দেখে গ্রামের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্তাদের পাশাপাশি দমকলবাহিনীও ঘটনাস্থলে ছুটে আসে। দমকল কর্মীরা অনেক কসরত করে আগুন নেভায়। 

সমুদ্রগড় পঞ্চায়েতের প্রধান রনজিৎ দেবনাথ বলেন, “দক্ষিণবাটি মৌজায় নতুন সাবমার্সিবল বসানোর  কাজ চলছিল। মাটির নিচে অনেকটা গভীর পর্যন্ত পাইপ পুঁতে ফেলে মিস্ত্রিরা। কিন্তু ওই পাইপ দিয়ে জল না বেরিয়ে গ্যাস বের হচ্ছিল। দেশলাই জ্বালানো হতেই তাতে আগুন জ্বলে ওঠে। এমনটা দেখে জলপ্রকল্পটিকে আপাতত সিল করে রাখা হয়েছে। ঘটনার কথা ব্লক প্রশাসনকে জানানো হয়। ব্লকের বিডিও ওএনজিসিকে খবর দেওয়া হয়েছে। এলাকাবাসী মনে করছেন, দক্ষিণবাটি গ্রামে মাটির নিচে গ্যাস মেলার সম্ভাবনাও রয়েছে।”

আরও পড়ুন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া এলাকায় মর্মান্তিক কাণ্ড! যুগলের এমন পরিণতিতে শোকের ছায়া

Advertisment

পূর্বস্থলী ১ ব্লকের বিডিও সঞ্জয় সেনাপতি জানান, “ওএনজিসির প্রতিনিধিরা শনিবার ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। সেই রকম কিছু তারা পাননি বলেই শুনেছি। হয়তো ওই জায়গায়  গ্যাসের একটা পকেট ছিল। ওএনজিসি’র রিপোর্ট দিলে সবিস্তার জানা যাবে’।

 

West Bengal ONGC West Bengal News Purba Bardhaman west bengal latest news