/indian-express-bangla/media/media_files/2025/02/22/hQH9hWPcAMnwqFCAbboB.jpg)
Bakreshwar Thermal Power Station: বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র।
couple committed suicide in the area near Bakreshwar thermal power station: সাতসকালে উদ্ধার হল যুগলের মৃতদেহ। বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একটি গাছে একসঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে ওই যুগল। প্রাথমিক তদন্তে এমনই অনুমান পুলিশের। তবে যুবকের মৃতদেহটি পড়েছিল গাছের নিচে মাটিতে। পুলিশের অনুমান, যুবকের ওজনের ভারেই দড়ি ছিঁড়ে এই পরিস্থিতি হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলছে পুলিশ।
এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই তরুণ-তরুণীর বাড়ি বীরভূমের দুবরাজপুরের বক্রেশ্বর গ্রামে। মৃত তরুণ ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন। দিন দশেক আগে তিনি বাড়ি ফেরেন। তাঁর প্রেমিকা ওই তরুণী স্থানীয় স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তাঁদের দু'জনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবারও তা জানত বলে মৃত তরুণের পরিবার দাবি করেছে।
মৃত তরুণীর বাবা বলেন, “আমাদের সামনা-সামনি বাড়ি। ওদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। আমরা জানতাম। কিন্তু ছেলে কোনও দিন আমাদের বলেনি। আমরা কোনও দিন আপত্তিও করিনি। দিন দশেক আগে ভিন রাজ্য থেকে শ্রমিকের কাজ করে ফিরেছে ছেলে। শুক্রবার একসঙ্গে জমিতে জলও দিয়েছি।"
তিনি আরও বলেন, "রাত ১০টার পর থেকে দু'জনকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা রাতে আত্মীয়দের বাড়িতে খোঁজ-খবর করি। দুই পরিবার ঠিক করেছিলাম ওরা বিয়ে করলে আমরা মেনে নেব। কিন্তু সকালে মৃত্যু সংবাদ পাই।” পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গ্রামের বাইরে জ্যোর্তিমাঠে একটি গাছের মধ্যে ঝুলতে দেখা যায় তরুণীকে। ওই গাছেরই নিচে মাটিতে পড়েছিল তরুণের দেহটি। এলাকার বাসিন্দারা তা দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।