সোমবার বেলা ১২টার পর হঠাৎই হাওড়া ময়দান চত্বরের একটি ব্যাগের দোকানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী আকার ধারণ করে। ঘিঞ্জি এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। দমকলকর্মীদের সঙ্গেই আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলা ১২টার কিছু পরে হঠাৎই হাওড়া ময়দানের কাছে একটি ব্যাগের দোকানে আগুন লেগে যায়। একটি চামড়ার ব্যাগের দোকানে মুহূর্তে বিধ্বংসী আকার ধারণ করে সেই আগুন। হাওড়া ময়দান চত্বরে পুজোর বাজার জমজমাট। তারই মধ্যে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়িয়ে পড়া নিয়ে রীতিমতো আতঙ্ক তৈরি হয়।
আরও পড়ুন- OC-BDO-কে ‘সোজা’ করার ডেডলাইন বেঁধে দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একে একে এসে যায় দমকলের মোট ৬টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। তবে আগুনের ভয়াবহতা বেশি থাকায় প্রথমে আগুন নেভানোর কাজে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের।
দ্রুত এলাকাটি ফাঁকা করে দেওয়া হয়। ঠিক কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট হয়নি। আগুন লাগার ব্যাপারে প্রাথমিকভাবে কিছু জানাতেও পারেননি দমকল আধিকারিকরা। তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও অগ্নিকাণ্ডের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।