এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের আয়-ব্যায় ও সম্পত্তির হিসেব জমা দিলেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। যদিও মুখ্যমন্ত্রীই তাঁর কাছে এই হিসেব চেয়েছিলেন কিনা তা অবশ্য স্পষ্ট হয়নি। উল্লেখ্য, রাজ্য মন্ত্রিসভার সদস্যদের এমনকী সরাকারি শীর্ষ আমালাদেরও ফি বছর সরকারিভাবে নিজেদের আয়-ব্যয় ও সম্পত্তির হিসেব জমা দিতে হয়। যদিও অনেকেই সেই নিয়ম এড়িয়ে যান বলে অভিযোগ।
নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু, কয়লা-সহ একাধিক দুর্নীতিতে সাম্প্রতিক সময়ে নাম জড়িয়েছে রাজ্যের শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীর। এমনকী নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। এছাড়াও অন্য বেশ কয়েকটি কেলেঙ্কারিতে কেন্দ্রীয় এজেন্সিগুলির স্ক্যানারে রয়েছেন শাসকদলের আরও নেতা-মন্ত্রী।
আরও পড়ুন- বেনজির! বিপজ্জনক ‘ব্রহ্মা’ অভিযানে বাঙালি পর্বতারোহীদের তাক লাগানো কীর্তি!
এবার আচমকা নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নিজের আয়কর রিটার্ন, আয়-ব্যায় সম্পত্তির হিসেব জমা দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ববি একাজ করায় এবার অন্যদেরও উপরেও চাপ বাড়ল বলে দাবি সূত্রের।
আরও পড়ুন- মারাত্মক অভিযোগ! কলকাতা টিভির মালিককে গ্রেফতার করল ইডি
এর আগে নারদ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল ফিরহাদ হাকিমের। কলকাতার মেয়রের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ছিল। যদিও পুরমন্ত্রী শুরু থেকেই দাবি করেছিলেন তাঁকে ফাঁসানো হয়েছে।