West Bengal Weather Update Today 17 January 2025:মাঘ মাসের শুরু থেকেই শীতের দাপুটে মেজাজ টের পাওয়া যাচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল শনিবার থেকে রাজ্যে উত্তুরে হওয়ার গতি আরও বাড়বে। আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রার পারদও আরও নামবে। ভরা মাঘে হাড়কাঁপানো ঠান্ডার অনুভূতি মিলবে শহর থেকে জেলায়। সব মিলিয়ে আগামী কয়েকদিনের আবহাওয়ার গতিবিধি সম্পর্কে লেটেস্ট আপডেট জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
মাঘ মাসের শুরু থেকেই শীতের দাপট বেড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট আরও বাড়বে। রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়ায় হু-হু করে বইবে উত্তুরে হাওয়া। তারই জেরে নামবে পারদ। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে থাকবে কুয়াশা দাপট। দুই ২৪ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও পশ্চিমের জেলা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে আগামী কয়েকদিন ঘন কুয়াশার দাপট থাকবে।
কলকাতার ওয়েদার আপডেট
শুক্রবার দিনভর তিলোত্তমা মহানগরীতে শুষ্ক আবহাওয়া থাকবে। উইকেন্ডে কলকাতা শহরের তাপমাত্রাও খানিকটা নামতে পারে। মোটের ওপর আপাতত শীতের মেজাজ থাকবে শহরে।
আরও পড়ুন- Banglar Bari controversy: পঞ্চায়েত প্রধানের প্রয়াত শ্বশুরের নামে বরাদ্দ 'বাংলার বাড়ি'র টাকা, ব্যাপক শোরগোল আউশগ্রামে
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীতের মেজাজ রয়েছে। পাহাড়নগরী দার্জিলিঙে কাঁপানো ঠান্ডা। উত্তরবঙ্গের এই পার্বত্য জেলায় ফের একবার তুষারপাতেরও পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এককথায় হাড়কাঁপানো শীতে কাঁপছে উত্তরবঙ্গের পাহাড়।
আরও পড়ুন- Mamata Banerjee-Mohan Bhagwat: 'ভারতের নাম ভুলিয়ে দেবে দেখছি', ভাগবতের প্রকৃত স্বাধীনতা মন্তব্য 'দেশদ্রোহী' কটাক্ষ মমতার
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে ঘন কুয়াশা দাপট থাকবে। দার্জিলিঙের পাশাপাশি মালদা, দুই দিনাজপুরে আগামী কয়েক দিন কুয়াশার দাপট দেখা যাবে।