/indian-express-bangla/media/media_files/2025/02/18/idJe86InfHOCu4bK4C4z.jpg)
মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভে'র সঙ্গে তুলনা মমতার! 'হিন্দু ভোটে ভয়', পাল্টা গর্জে উঠলেন শুভেন্দু Photograph: (ফাইল ছবি)
Mamata Banerjee-Suvendu Adhikari: শাসক বিরোধী সংঘাতে উত্তপ্ত বিধানসভা। এদিন বিধান সভার ভিতরে যখন একদিকে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই বাইরে বিরোধী বিজেপি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বয়কট করে বিক্ষোভে সামিল।
আজ বিধানসভায় রাজ্যপালের জবাবি ভাষণে বিজেপির সমালোচনা করে 'হিন্দু ধর্ম' নিয়ে রাজনীতি করার অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি এদিন বলেন, "তৃণমূল সব ধর্মকে সঙ্গে নিয়ে চলতে পারে এবং সব ধর্মকে সম্মান করে"। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "গোটা দেশের মাথায় ঝুলছে ১৯৭ লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা। তৃণমূল কংগ্রেসের প্রশ্নের চাপে সংসদে মোদী সরকার সামনে এনেছে এই চাঞ্চল্যকর তথ্য"।
প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্যস্নানে যাবেন? বাংলা থেকে ছুটছে আরও স্পেশাল ট্রেন, জানুন বিশদে
এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে জঙ্গিদের যোগের অভিযোগে সরব হন। মমতা এদিন পাল্টা শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে প্রমাণ দিতে পারলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। মুখ্যমন্ত্রী এদিন সাফ জানিয়ে দেন 'মাফিয়াদের এবং সন্ত্রাসকারীদের বাংলায় কোনও জায়গা নেই'।
বিধানসভায় এদিন জবাবি ভাষণে মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে 'কাগজ ছেঁড়ার' প্রসঙ্গ। সোমবার রাজ্য বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কাগজ ছোড়া হয় বলে অভিযোগ।
মহাকুম্ভে স্নান করছেন? সামনে এল ভয়ঙ্কর রিপোর্ট, কী বলা হয়েছে জানেন?
তৃণমূলের সঙ্গে জঙ্গি যোগের মারাত্মক অভিযোগ শুভেন্দুর। এবার এনিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ জানানোর হুঙ্কার মমতার। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় বলেন, "আমি যখন কাগজ ছিড়েছিলাম, তখন আমি একা ছিলাম। বিজেপি, কংগ্রেস, সিপিএম আমাকে একটা কথা বলতে দিত না। অথচ ৩৯ শতাংশ ভোট ছিল আমাদের। একটা বক্তব্য রাখতে দেওয়া হত না। একটা প্রশ্নও করতে দেওয়া হত না। বাধ্য হয়েই ওটা করতে হয়েছিল।"
'জঙ্গি ইউনুসের হাত থেকে দেশকে রক্ষা করব, বাংলাদেশে জঙ্গিবাদ চলবে না', ফের সোচ্চার হাসিনা
মুখ্যমন্ত্রী বিধানসভায় জবাবি ভাষণে বলেন, 'মত প্রকাশের স্বাধীনতা মানে সাম্প্রদায়িকতা নিয়ে কথা বলা বা কোনও ধর্মের বিরুদ্ধে উসকানি দেওয়া নয়'। আমি কখনোই ধর্মীয় বিষয়গুলিকে উস্কে দেওয়ার চেষ্টা করি না'।
Kolkata: On #MahaKumbh2025, West Bengal CM Mamata Banerjee says, "This is 'Mrityu Kumbh'...I respect Maha Kumbh, I respect the holy Ganga Maa. But there is no planning...How many people have been recovered?...For the rich, the VIP, there are systems available to get camps (tents)… pic.twitter.com/6T0SyHAh0e
— ANI (@ANI) February 18, 2025
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, "কোনওদিন ধর্ম-জাতপাত নিয়ে কথা বলি না। ভাগাভাগির চেষ্টা বরদাস্ত নয়। আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি রাজনীতি করি না। বাংলা সরস্বতী পুজোয় কোনও বাধা দেওয়া হয়নি। আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, মুসলিম লিগ করি। প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দেব। বিরোধী দলনেতা যা অভিযোগ করছেন তা প্রমাণ করতে পারলে পদত্যাগ। তৃণমূল সরকারের বিরুদ্ধে কুৎসা চলছে।" পাশাপাশি তিনি বলেন, আমরা আছি বলেই বাংলাদেশে হিংসার পরও রাজ্য এখনও শান্ত আছে। বিজেপিকে দুষে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা তো বর্ডারে গিয়ে উস্কেছিলেন'।
এদিন বিধানসভায় মহাকুম্ভ সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' বলে উল্লেখ করে বিজেপিকে নিশানা করেন। মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, মহাকুম্ভে ভিআইপিরা বিশেষ সুযোগ-সুবিধা পাচ্ছেন, অন্যদিকে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই মেগা ইভেন্টটি সঠিকভাবে পরিকল্পনাই করা হয়নি, বলে তোপ মমতার। তিনি আরও বলেন, "আমি মহাকুম্ভকে সম্মান করি, পবিত্র মা গঙ্গাকে সম্মান করি। কিন্তু কোন পরিকল্পনা নেই... কতজন অসুস্থ হয়েছেন? কতজনের মৃত্যু হয়েছে তার কোন তথ্য নেই"। ধনী, ভিআইপিদের জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাম্পের ব্যবস্থা থাকলেও কুম্ভে দরিদ্রদের জন্য কোনও ব্যবস্থা নেই বলেও সরব হয়েছেন মমতা।
कोलकाता: पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने राज्य विधानसभा में कहा, "अभिव्यक्ति की स्वतंत्रता का मतलब सांप्रदायिकता के बारे में बोलना या किसी धर्म के खिलाफ भड़काना नहीं है। आप एक विशेष धर्म को बेच रहे हैं।" pic.twitter.com/KP3CsI1tYI
— ANI_HindiNews (@AHindinews) February 18, 2025
বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে বিজেপি রাজনৈতিক স্বার্থে হিন্দু ধর্মকে ব্যবহার করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাবি করেছেন যে বিজেপি বিধায়করা গুজব ছড়াচ্ছেন যে তাদের বঙ্গ বিধানসভায় কথা বলতে দেওয়া হচ্ছে না। আমি প্রধানমন্ত্রী মোদীর কাছে অভিযোগ জানাবো বিজেপির বিরোধী দলনেতা আমাকে বাংলাদেশি মৌলবাদীদের সাথে যোগসাজশের অভিযোগ করছেন। যদি বিজেপি প্রমাণ করতে পারে আমার সাথে বাংলাদেশি মৌলবাদীদের সাথে সম্পর্ক রয়েছে তাহলে আমি পদত্যাগ করব"।
Kolkata: On #MahaKumbh2025, West Bengal CM Mamata Banerjee says, "This is 'Mrityu Kumbh'...I respect Maha Kumbh, I respect the holy Ganga Maa. But there is no planning...How many people have been recovered?...For the rich, the VIP, there are systems available to get camps (tents)… pic.twitter.com/6T0SyHAh0e
— ANI (@ANI) February 18, 2025
২০১৬-১৭ সাল থেকে বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা বাস্তবায়িত হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার এই যোজনার আওতায় ২৫,৭৯৮ কোটি টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্পের আওতায় অযোগ্য পরিবারগুলিকে ঘর বরাদ্দ দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। পাশাপাশি ২৫ লক্ষ জাল জব কার্ড তৈরির অভিযোগ নিয়ে উত্তাল হয় বাংলার রাজনীতি। এনিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তৃণমূলকে এর আগে নিশানা করেন। তিনি বলেন, টিএমসি আমাদের বিরুদ্ধে টাকা বন্ধের অভিযোগ এনেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে।
'আমার সঙ্গে নাকি জঙ্গিদের যোগ, প্রমাণ করলে পদত্যাগ করব', শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার!
দুর্নীতির অন্যান্য উদাহরণ তুলে ধরে সীতারমন বলেন, ১০০ কোটি টাকার মিড-ডে মিল কেলেঙ্কারি হয়েছে। রাজ্যে কোন চাকরি নেই, কোন কারখানা নেই এবং কোন দৃষ্টিভঙ্গি নেই। তিনি বলেন, একসময় ভারতের শিল্পকেন্দ্র ছিল বাংলা (১৯৪৭ সালে শিল্প উৎপাদনে ২৪ শতাংশ অংশ), কিন্তু এখন উৎপাদনে অনেক পিছিয়ে আছে, ২০২১ সালে এই পরিমাণ ছিল ৩.৫ শতাংশ। বাংলার মাথাপিছু আয় বৃদ্ধি ২০ বছর ধরে জাতীয় গড়ের চেয়ে পিছিয়ে রয়েছে।
যদিও কেন্দ্রের অভিযোগ উড়িয়ে মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় জানিয়েছেন, উৎকর্ষ বাংলা প্রকল্পে ১০ লক্ষ যুবকের চাকরি হয়েছে। বাংলার মতো স্বাধীনতা কোথাও নেই, ৭কোটি ৫০ লক্ষ দুয়ারে রেশনের সুবিধা পাচ্ছেন। পাশাপাশি এদিন বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, "অন্য পার্টিকে হারাতে মুসলিগ লিগের সাহায্য নেয় বিজেপি। মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে। হাজার হাজার মৃতদেহ নদীতে ভাসানো হচ্ছে। এরাজ্যের মৃতদের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি" বলেও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গের জিডিপি ১৮ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে এবং ৬.৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা জাতীয় বৃদ্ধির হার ৬.৩৭ শতাংশের চেয়ে বেশি"। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতীয়দের বিষয়ে কেন্দ্র সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সেই সকল ভারতীয় অভিবাসীদের শিকল বেঁধে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদী সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা।
হাইকোর্টে স্বস্তি 'কালীঘাটের কাকু'র, নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন সুজয় কৃষ্ণ ভদ্রের
এদিকে আজকের এই বক্তব্যের পালটা শুভেন্দু অধিকারী বলেছেন, "মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার খেসারত ওঁকে পোহাতে হবে। হরিয়ানা, মহারাষ্ট্র , দিল্লিতে হিন্দুভোট একত্রিত হচ্ছে যা দেখে তৃণমূল ভয় পেয়েছে। আপনার উস্কানিতে সিএএ নিয়ে একের পর এক হামলা। এর সরকার মুসলিম লিগ ২-এর মত আচরণ করছেন। আপনাকে দাঁড়িয়ে হারাব। নন্দীগ্রাম থেকে হারিয়েছি। এবার ভবানীপুর থেকে হারবেন। আপনি বলেছেন ওরা আন্দোলন করলে আটকাতে পারবেন তো, মমতা বন্দোপাধ্যায় আজকে আমাকে থ্রেট করেছেন। কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরে জানাবো। এর আগে আমার নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে। বাংলা থেকে মহাকুম্ভে স্রোতের মত মানুষ গিয়েছেন। রাজ্য থেকে ২ কোটি মানুষ মহাকুম্ভে গিয়েছেন। নিজের জালে নিজেই জড়িয়েছেন মুখ্যমন্ত্রী", সরব শুভেন্দু।