Advertisment

১৫ বছরেও তৎপরতায় এতটুকুও ছেদ পড়েনি! রাস্তা থেকে তেরঙা কুড়িয়ে বেড়ান "ফ্ল্যাগ ম্যান"

গত ১৫ বছর ধরে এই তৎপরতা চালিয়ে যাচ্ছেন বিশেষভাবে সক্ষম এই যুবক। তাঁর এই অনন্য সাধারণ প্রায়াসকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। তবে অনেকে আবার এই উদ্যোগের সমালোচনাও করেছেন। তবে প্রশংসা যেমন সাদরে গ্রহণ করেছেন তেমনই কারও কারও টিপ্পনিকে সহজেই উপেক্ষাও করেছেন এই তরুণ।

author-image
Shashi Ghosh
New Update
Flagman Priyanjan Sarkar carefully kept the tricolour lying on road with himself

'ফ্ল্যাগম্যান' প্রিয়রঞ্জন সরকার। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

Flagman: উৎসব আসে উৎসব যায়। প্রজাতন্ত্র দিবস কিংবা স্বাধীনতা দিবস দেশের সব মহল্লা, পাড়া, অলিগলি দেশপ্রেম আর উৎসবের জৌলুসে ঢেকে যায়। ভোরের আলো ফুটতে না ফুটতেই জায়গায় জায়গায় চলে দেশের জাতীয় পতাকা উত্তোলন। লম্বা দড়িতে সারিবদ্ধভাবে ঝোলানো থাকে তেরঙা। স্বাধীন দেশের স্বাধীন পতাকা। এই পতাকা মাথা উঁচু করে আকাশে উড়বে বলেই তো এত বলিদান দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামীরা। কিন্তু সূর্য ডুবে গেলেই সব শেষ! যাবতীয় সব দেশপ্রেম টুপ করে যেন অস্ত যায়। তখন আর সেই সব পতাকার কী হল, খবর রাখেন না কেউই।

Advertisment

সারিবদ্ধভাবে থাকা তেরঙার ঠাই হয় কখনও রাস্তার ধারে, কখনও নর্দমায়। পড়ে থাকে স্বাধীনতার প্রতীক। বেশিরভাগ মানুষই সেদিকে ফিরেও তাকান না। কিন্তু কেউ কেউ তো থাকেন এই ভিড়ের মধ্যেও ব্যতিক্রম। এদিক সেদিক পড়ে থাকা তেরঙাদের রাস্তা থেকে তুলে মাথায় ছুঁয়ে সযত্নে আগলে রাখেন নিজের কাছে। এরকমই একজন বালি নিশ্চিন্দার বাসিন্দা প্রিয়রঞ্জন সরকার। এলাকার লোকজনের কাছে তিনি পরিচিত মনু নামেই।

publive-image

কুড়িয়ে আনা পতাকা নিজের কাছে সযত্নে রেখে দিয়েছেন এই যুবক। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

প্রজাতন্ত্র দিবস (Republic Day), স্বাধীনতা দিবসের (Independence Day) মতো বিশেষ বিশেষ দিনগুলোর শেষে ব্যবহৃত দেশের জাতীয় পতাকাগুলো যখন রাস্তায় লুটোপুটি খায় তা খুঁজে খুঁজে বের করাই হল প্রিয়রঞ্জনের কাজ। তারপর সেগুলো ভরে রাখেন নিজের ঘরের একটি বাক্সে। বিগত ১৫-১৬ বছর ধরে এভাবেই কাজ করে যাচ্ছেন তিনি। অনেকে বলেন কাগজ কুড়ানি, কেউ অবজ্ঞা করেন কেউ টিপ্পনিও কাটেন। কিন্তু সেসবের দিকে ভ্রূক্ষেপ থাকে না মনুর। কিন্তু কেন এমন করেন তিনি? কারণ, তাঁর কথায়, জাতীয় পতাকাও তো মা। ছোটবেলায় বাবাকে হারিয়েছেন মনু। মা আভাদেবী অনেক কষ্ট করে বড় করেছেন তাঁকে। তিনিই শিখিয়েছিলেন, মনুর আরেক মা আছে। ভারত মাতাকে নিজের মায়ের মতোই দেখতে হবে।

publive-image

রাস্তার ধারে পড়ে থাকা জাতীয় পতাকা কুড়োচ্ছেন প্রিয়রঞ্জন। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

আরও পড়ুন- Mamata Banerjee-Congress: শেষমেশ বাংলায় জোট কংগ্রেস-তৃণমূলের? মমতাকে এক ফোনেই খেলা ঘোরালেন শীর্ষ নেতা?

প্রিয়রঞ্জন সরকার ছোট থেকেই শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম। তিনি ঠিক করে কথাও বলতে পারেন না। তাতেও তাঁকে দমিয়ে রাখা যায়নি। পথে ঘাটে নর্দমায় দেশের জাতীয় পতাকা পড়ে থাকতে দেখলে ঝাঁপিয়ে পড়েন তার সম্মান বাঁচাতে। রাজ্য সেচ দফতরের অস্থায়ী কর্মী তিনি। হাওড়ার সকলের কাছে প্রিয়রঞ্জন বাবু পরিচিত 'ফ্ল্যাগ ম্যান' নামে। পতাকা কুড়ানো শেষে প্রিয়রঞ্জন বাবু বলছিলেন, "২৩ জানুয়ারি, ২৬ জানুয়ারি বা ১৫ অগাস্ট, দেশ জুড়ে মহা সামারোহে উদযাপন হয় এই দিনগুলি। জাতীয় পতাকায় সাজানো হয় চারদিকে। কিন্তু এই বিশেষ দিনগুলির পরের দিন কি মানুষ মনে রাখে গলি রাজপথে লাগানো তেরঙা কাগজের টুকরোগুলির কথা! মনে রাখে দেশের সম্মানের কথা? এই বিশেষ দিনগুলির পরেরদিন সকাল সকাল ব্যাগ হাতে বেরিয়ে যায়। নিজের খারাপ লাগে এভাবে দেশের পতাকাকে মাটিতে পড়ে থাকতে। যেখানেই জাতীয় পতাকা দেখতে পাই তুলে নিজের ব্যাগে তুলে ফেলি। প্রথমে একা এই কাজ শুরু করেছিলাম এখন অনেককে আমার সঙ্গে পেয়েছি। আমি মনে করি, মানুষ এখন এই বিশেষ দিনগুলোকে উৎসবের দিন মনে করে। একদিনের আনন্দের জন্যে দেশের পতাকা অসম্মান করার প্রয়োজন নেই। এই পতাকার মূল্য অনেক। যারা মায়ের কদর করতে জানেনা তাদের এগুলো ধরার অধিকারও নেই।"

আরও পড়ুন- Padma Awards 2024:পদ্মভূষণ মিঠুন চক্রবর্তী, ঊষা উত্থুপ, বাংলা থেকেই পদ্ম সম্মান পেলেন আরও কে কে?

মনু যেখানেই পতাকা দেখেন নিজের পায়ে থাকা জুতো খুলে সেই পতাকা তুলে নিয়ে প্রণাম করে ব্যাগে ভরে নিয়ে আসেন বাড়িতে। এখনও পর্যন্ত বাড়ির টিনের বাক্সে তিনি সংগ্রহ করে ফেলেছেন প্রায় ৮০ হাজারের উপর কুড়িয়ে সংগ্রহ করা দেশের জাতীয় পতাকা। তাঁর ইচ্ছে কুড়িয়ে নিয়ে আসা পতকাগুলো দিয়ে একটি ভারত মায়ের মিউজিয়াম তৈরি করার। ইতিমধ্যে তাঁর মতোই কয়েকজনকে নিয়ে তৈরি করে ফেলেছেন ‘মায়ের প্রেরণা’ নামে একটি সংস্থা। যারা প্রতিবছর এই পড়ে থাকা অবহেলিত জাতীয় পতাকা রাস্তা থেকে সযত্নে তোলার কাজ করে। এই বছরেও ২৬ জানুয়ারির শেষে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে পড়ে থাকা জাতীয় পতাকা কুড়িয়ে সংগ্রহ করবে মনুর এই দলটি। ভারত মায়ের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্যেই যেন বদ্ধপরিকর "ফ্ল্যাগ ম্যান"।

Independence Day Republic Day West Bengal National Flag
Advertisment