Advertisment

রাজ্য বাজেটে বিপুল কর্মসংস্থানের দিশা, পাল্লা ভারি দক্ষিণবঙ্গের

কী ঘোষণা করা হয়েছে?

author-image
IE Bangla Web Desk
New Update
Industry

বুধবার বিধানসভায় বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শিল্পে বিনিয়োগ ও বিপুল কর্মসংস্থানে দিশা তুলে ধরেছেন। বানতলা চর্মনগরী, হাওড়া, হলদিয়া, ডানকুনি, রঘুনাথপুর, কল্যাণীর মতো শিল্প হাবে বিনিয়োগ টানতে পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে বলে বাজেট বক্তৃতায় দাবি করেছেন তিনি।

Advertisment
publive-image

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, বীরভূমে দেউচা-পাঁচামি কয়লা খনির কাজ সন্তোষজনকভাবেই এগোচ্ছে। দেউচা-পাঁচামিতে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হলে দেড় লক্ষের বেশি কর্মসংস্থান হবে।

বানতলা লেদার কমপ্লেক্সে ইতিমধ্যে ৩ লক্ষ কর্মসংস্থান হয়েছে। সেখানে আরও ২ লক্ষ কর্মসংস্থান হবে। হলদিয়া, ডানকুনি, রঘুনাথপুর, কল্যাণী শিল্প হাবগুলিতে সংযোগকারী করিডর তৈরি হবে। তাতে সংলগ্ন অঞ্চলে প্রচুর অনুসারী শিল্প তৈরি হবে। যেগুলিতে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ থাকছে। পুরুলিয়ার রঘুনাথপুরে 'জঙ্গল সুন্দরী'তে ৭২ কোটি টাকার বিনিয়োগ করে দেড় লক্ষ চাকরি সুনিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন- ব্যাঙ্কক-মালয়েশিয়া বেড়াবেন সরকারি কর্মীরা! DA-র সঙ্গে উপরি পাওনা?

আরও পড়ুন- ৩ শতাংশ DA-তে খুশি নন, আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াবেন সরকারি কর্মীরা

আরও পড়ুন- West Bengal Budget 2023: রাজ্য সরকারি কর্মীরা আরও ৩ শতাংশ DA পাবেন

আরও পড়ুন- দুয়ারে পঞ্চায়েত, মমতার বাজি ৩ হাজার কোটির ‘রাস্তাশ্রী’

মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে হাওড়ায় নতুন করে ঢালাই পার্ক, হোসিয়ারি হাব তৈরি হবে বলে বাজেটে ভাষণে জানিয়েছেন অর্থপ্রতিমন্ত্রী। এদিনের বাজেটকে 'কর্মসংস্থানমুখী'বলে প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে বাংলার আর্থিক পরিস্থিতি উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Mamata Government West Bengal Assembly Budget
Advertisment