Advertisment

বোমা নয়, সুজাপুরে মেশিনের ত্রুটিতেই বিস্ফোরণ, জানাল ফরেনসিক টিম

বিস্ফোরণস্থল থেকে কোনও বিস্ফোরক সামগ্রীর নমুনা পাননি ফরেনসিক বিশেষজ্ঞরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ কাণ্ডে নাশকতার তত্ত্বে সরব রাজ্যের বিরোধী দলগুলি। বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের দাবি তুলেছে। কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। বিস্ফোরণস্থল থেকে কোনও বিস্ফোরক সামগ্রীর নমুনা পাননি ফরেনসিক বিশেষজ্ঞরা। মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান ফরেনসিক দলের।

Advertisment

শনিবার সুজাপুরের প্লাস্টিক কারখানায় বিস্ফোরণস্থলে দ্বিতীয় দফায় পরিদর্শনে আসেন ফরেনসিক বিশেষজ্ঞরা। সংগ্রহ করেন নমুনা। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আধিকারিক চিত্রাক্ষ সরকার বলেন, মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণেই কালিয়াচকের সুজাপুরের প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ হয়েছে। এদিন ফরেনসিক দল যখন মেশিন পরীক্ষা করছিলেন তখন ফের মৃদু বিস্ফোরণ ঘটে। মেশিনে ব্যবহৃত কেমিক্যাল ফের দিতেই বিস্ফোরণ হয়। অন্য প্লান্টগুলি কীভাবে চলে সেটা খতিয়ে দেখবেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন সুজাপুরকাণ্ডে এনআইএ তদন্তের দাবি বিজেপির, ‘সস্তার রাজনীতি’, পাল্টা আক্রমণ তৃণমূলের

এদিকে, বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে হয়েছে ৬। ঘটনায় এখনও কোনও মামলা করেনি পুলিশ। তা নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। বলেন, ৬ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজে আরও ৬ জন চিকিৎসাধীন। তাও মামলা করেনি পুলিশ। বিষয়টি সন্দেহজনক। প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের ঘটনার তদন্তে রাজ্য় পুলিশের উপর আস্থা না রেখে এনআইএ তদন্তের দাবি জানিয়ে সোচ্চার হয়েছে বিজেপি। ‘তৃণমূল ক্ষমতায় আসার পরই রাজ্য়ে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে’ বলে তোপ দেগেছে গেরুয়াবাহিনী। ‘সস্তার রাজনীতি’ করছে বিজেপি, পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Forensic Experts Maldah Blast
Advertisment