Advertisment

'জয় শ্রীরাম' না বলায় পাঁচ তৃণমূল কর্মীকে মারের অভিযোগ

তৃণমূল কংগ্রেসের তরফে বুধবার অভিযোগ করা হয়েছে 'জয় শ্রীরাম' নাম বলায় বিজেপির লোকজন তাদের পাঁচজন কর্মীর উপর হামলা চালিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc, mamata banerjee, 21st july

২১শে জুলাই তৃণমূলের সমাবেশে অংশ নিতে হাজির উত্তরবঙ্গের কর্মী সমর্থকেরা

ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সিঙ্গারদহ গ্রামে। তৃণমূল কংগ্রেসের তরফে বুধবার অভিযোগ করা হয়েছে 'জয় শ্রীরাম' না বলায় বিজেপির লোকজন তাদের পাঁচজন কর্মীর উপর হামলা চালিয়েছে। যদিও বিজেপি এই ঘটনাটি অস্বীকার করেছে।

Advertisment

আরও পড়ুন, আজ রথের রশিতে টান, হতে পারে ‘ছিটেফোঁটা’ বৃষ্টিও

এদিকে আহত তৃণমূলের পাঁচ কর্মীকে প্রথমে করণদীঘি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে দু জনকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে করণদীঘি থানার পুলিশ, এমনটাই জানিয়েছে সেখানকার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক।

আরও পড়ুন, রাজ্যের ‘বাংলা’ নামে অনুমোদন নেই কেন্দ্রের

স্থানীয় সূত্রে খবর, "পাঁচ তৃণমূল কর্মীরা যখন বসে মাছ ধরছিলেন ঠিক সেই সময় স্থানীয় কয়েকজন বিজেপি সমর্থক তাদের গরু চোরের অপবাদ দিয়ে মারধর করতে শুরু করে। পরে বিজেপি সমর্থকেরা তাদের জয় শ্রী রাম বলতে বাধ্য করলে তারা তা বলতে অস্বীকার করে"। স্থানীয় তৃণমূল নেতা বলেন, " আমরা বিজেপি কর্মীদের বিরুদ্ধে করণদীঘি থানায় অভিযোগ দায়ের করেছি"। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

বিজেপির পক্ষ থেকে এই ঘটনাটিকে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্ধ' বলে উধৃত করা হয়েছে। বিজেপির এক স্থানীয় নেতা বলেন, "অভিযোগটি ভিত্তিহীন। তৃণমূলের লোকেরা নিজেদের মধ্যে টাকা পয়সা নিয়ে বচসায় জড়িয়ে এসব করেছে। এখন আমাদের নামে মিথ্যা দোষারোপ করছে।"

Read the full story in English

bjp tmc
Advertisment