/indian-express-bangla/media/media_files/2025/09/12/cats-2025-09-12-12-07-53.jpg)
পদত্যাগের ৫৩ দিন পর প্রকাশ্যে জগদীপ ধনখড়
বৃহস্পতিবার দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন সিপি রাধাকৃষ্ণণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করান। এদিনের অনুষ্ঠানে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও হাজির ছিলেন, যিনি পদত্যাগের পর প্রথমবারের মতো জনসমক্ষে আসেন। শপথ অনুষ্ঠানে ভেঙ্কাইয়া নাইডু, হামিদ আনসারি, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী সহ অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দেশের উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন সিপি রাধাকৃষ্ণণ। দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। আসলে, ২১শে জুলাই পদত্যাগের পর জগদীপ ধনখড়কে এই প্রথম জনসমক্ষে দেখা গেল। জগদীপ ধনখড়ের সঙ্গে প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এবং হামিদ আনসারিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
#WATCH | Delhi: Vice President-elect C.P. Radhakrishnan to take Oath of Office shortly. Former Vice President Jagdeep Dhankhar is also present at the ceremony which will begin shortly.
— ANI (@ANI) September 12, 2025
(Video: DD) pic.twitter.com/tgMU5cWHWi
পদত্যাগের পর প্রথমবারের মতো ধনখড়কে দেখা গেল
উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার ৫১ দিন পর পর্যন্ত জগদপীঠ ধনখড়কে কোন অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা যায়নি। ধনখড়ের পদত্যাগকে কেন্দ্র করে বিরোধীরা অনেক প্রশ্ন তুলেছিল। ধনখড় কোথায় এবং তার অবস্থা কী তা নিয়ে বিরোধীরা ক্রমাগত প্রশ্ন তুলেছিল। ধনখড়ের সামনে আসার পর, জল্পনার অবসান ঘটেছে।
সিপি রাধাকৃষ্ণণের শপথগ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদীপ ধনখড়। এই সময় তাঁকে প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এবং হামিদ আনসারির পাশে বসে থাকতে দেখা যায়। এই শপথগ্রহণ অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সহ একাধিক হেভিওয়েট নেতা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন সিপি রাধাকৃষ্ণণ
উপরাষ্ট্রপতি হওয়ার আগে সিপি রাধাকৃষ্ণণ মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাধাকৃষ্ণণকে এনডিএ উপরাষ্ট্রপতি পদের প্রার্থী করে। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি মোট ৪৫২ ভোট পেয়েছিলেন। অন্যদিকে, বিরোধী প্রার্থী বি সুদর্শন রেড্ডি মোট ৩০০ ভোট পেয়েছিলেন। এখন মহারাষ্ট্রের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রতকে দেওয়া হয়েছে।