Advertisment

Madhyamik 2024: মাধ্যমিক পরীক্ষার্থীরা এখবর আগে পড়ুন! তাঁদেরই সুবিধার্থে অভূতপূর্ব উদ্যোগ

Madhyamik: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবছরের শুরু থেকেই একাধিক পদক্ষেপ করেছিল রাজ্য প্রশাসন। এই উদ্যোগ তারই একটি। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাজ্যের এই প্রান্তে বেশ পাকাপোক্ত একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছরের মাধ্যমিক পরীক্ষা এখন শেষের পথে। তবে অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য এমন দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। রাজ্য প্রশাসনের এহেন উদ্যোগের প্রশংসা করেছে বিভিন্ন মহল।

author-image
Joyprakash Das
New Update
west bengal higher secondary examination 2024 candidate gets aadhaar deactivation notice

Exam: প্রতীকী ছবি।

Madhyamik Examination: বছরের বিভিন্ন সময়ে হাতির পালের তাণ্ডব নিয়ে ঘোরতর আতঙ্কে থাকেন বাঁকুড়ার (Bankura) বড়জোড়া, বেলিয়াতোড়-সহ জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা। হঠাৎ হাতির হানার ভয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে রাস্তায় যাতায়াত করার সময়েও বাড়তি সতর্ক থাকতে হয় এখানকার বাসিন্দাদের। জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ভয় আরও বেশি। এবারও মাধ্যমিক (Madhyamik 2024) পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্র পৌঁছে দেওয়া হয়েছে, এলিফ্যান্ট জোনের (Elephant Zone) রাস্তাগুলিতে বাড়তি পেট্রোলিং করছে বনদফতর।

Advertisment

বনদফতরের বড়জোড়ার রেঞ্জ অফিসার ঋত্বিক দে বলেন, 'হাতিপ্রবণ এলাকায় মাধ্যমিক প্রার্থীদের বাড়ি বাড়ি থেকে ছাত্র-ছাত্রীদের গাড়িতে তোলা হচ্ছে। পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। আবার পরীক্ষা শেষে তাদের বাড়িতে দিয়ে আসা হচ্ছে। তাছাড়া যে রুটে হাতি যাতায়াত করে সেই রাস্তায় বাড়তি সতর্কতার জন্য পেট্রোলিং করা হচ্ছে। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। হাতিপ্রবণ ক্ষেত্রগুলি কভার করা হচ্ছে।'

আরও পড়ুন- Kolkata Weather Today: কাঁপানো ঠান্ডার জোরালো কামব্যাক! বিদায়বেলায় ঝোড়ো ইনিংস খেলবে শীত?

কীভাবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে? ঋত্বিক দে বলেন, 'মোট ৫৫টা বোলেরে, টাটা সুমোর মতো গাড়ি ব্যবহার করা হচ্ছে। এবার মোট ৪০০-এর ওপর ছাত্র-ছাত্রীকে এই পরিষেবা দেওয়া হচ্ছে। বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রের দূরত্ব কোনও ক্ষেত্রে ৫ কিলোমিটার, কোনও কেন্দ্র আবার ১৫ কিলোমিটার। বড়জোড়ার ডাকাইসিনি, কালপাইনি, পাবয়া, খারারি, বনশোল সহ বড়জোড়ার ২০-২৫টা গ্রামে হাতির হানার ভয় রয়েছে।'

আরও পড়ুন- Dev: ভোটে লড়ার সম্ভাবনা ক্ষীণ! আরও ‘পাকাপোক্ত’ পথে দেব, স্পষ্ট করলেন ভাবনা

বাঁকুড়ায় গত কয়েক দিন ধরে নানা জায়গায় বহু হাতি (Elephant) রয়েছে। কখনও সাহাড়জোড়া, পাবয়া, দক্ষিণ সরাগড়া, বারোমেসিয়া, পিরাবনি, কাষ্টসঙ্গ, জামডোবা বিভিন্ন জায়গায় হাতিগুলি ঘোরাফেরা করছে। স্বভাবতই সাধারণের মধ্যে আতঙ্ক থেকেই যায়। হাতির আক্রমণে গ্রামবাসীদের যেমন মৃত্যুর ঘটনা ঘটে, পাশাপাশি ফসলেরও ব্যপক ক্ষতিসাধন হয়। বনদফতর তাই হাতিপ্রবণ এলাকায় ছাত্র-ছাত্রীরা যাতে সুষ্ঠু ভাবে মাধ্যমিক পরীক্ষা দিতে পারে তাই একাধিক ব্যবস্থা নিয়েছে। বড়জোড়া রেঞ্জ, পাশের বেলিয়াতোড় সহ জেলার সর্বত্র হাতিপ্রবণ এলাকায় পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র পৌঁছানো থেকে শুরু করে পাহারার ব্যবস্থা করা হয়েছে বন দফতরের তরফে।

madhyamik exam West Bengal Bankura Elephant
Advertisment