scorecardresearch

বাম আমলের নিয়োগ ‘কেচ্ছা’: উদয়নের চেয়েও ভয়ঙ্কর অভিযোগ তাপস চট্টোপাধ্যায়ের

এবার বাম আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে সরব তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।

former CPIM leader Tapas Chatterjee alleged corruption in recruitment even during the Left period
তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়।

উদয়ন গুহর পর এবার তাপস চট্টোপাধ্যায়। ফের বাম আমলের নিয়োগ ‘দুর্নীতি’ নিয়ে সোচ্চার তৃণমূল বিধায়ক। একটা সময় তাপস চট্টোপাধ্যায়ও সিপিআইএমেই ছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূলে যোগ দেন। তাঁর অভিযোগ, চিরকুটেই নয়, বাম আমলে নম্বরেও কারচুপি হয়েছিল।

শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের শাসকদলকে ফি দিন নাস্তানাবুদ করছে বিরোধীরা। ইতিমধ্যেই আনিয়ম করে নিয়োগের জেরে কয়েক হাজার চাকরি বাতিল পর্যন্ত হয়েছে। তৃণমূলের আমলে রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। তবে নিয়োগের ক্ষেত্রে এই ‘দু-নম্বরি’ বাম আমেলে ঢের হয়েছে, এমনই দাবি রাজারহাট-নিউটাউনের তৃণমূলের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের। বাম জমানায় সিপিআইএমের দোর্দণ্ডপ্রতাপ নেতা হিসেবে পরিচিতি ছিল তাঁর।

ঠিক কী বলেছেন তাপস চট্টোপাধ্যায়?

নিজের বিধানসভা কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি বলেন, ‘বাম আমলে চিরকুটে চাকরি হতো। এমনও তথ্য আছে যে শূন্য পাওয়ার পরেও পুরো নম্বর দেওয়া হয়েছে। সিপিআইএমের আমলে রাজদারহাটে যাঁদের চাকরি হয়েছে নাম ধরে ধরে বলে দিতে পারি।’ বামেদের আমলে রাজারহাট-গোপালপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন তাপস চট্টোপাধ্যায়।

আরও পড়ুন- ‘ভর্তি থাকার মতো কিছু হয়নি’, বিজেপির জিতেন্দ্রকে ফেরত পাঠাল SSKM

বামেদের সময় রাজারহাট চত্বরে সিপিআইমের দোর্দণ্ডপ্রতাপ নেতা বলেই পরিচিত ছিলেন তাপস চট্টোপাধ্যায়। পরে ২০১৫ সাল নাগাদ সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজারহাট-নিউটাউন কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জয়ী হন তিনি।

আরও পড়ুন- বৃষ্টি দোসর দমকা হাওয়া, আজ ওলোটপালোট দশা হতে পারে কয়েকটি জেলায়

রাজ্যের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এর আগে বোমা ফাটানো অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উদয়ন গুহর বাবা প্রয়াত কমল গুহ বাম আমলে রাজ্যে কৃষিমন্ত্রী ছিলেন। কমল গুহ দলের স্বার্থে অনেক লোককে চাকরি দিয়েছিলেন বলে সম্প্রতি অভিযোগ করেছিলেন তাঁরই পুত্র বর্তমানে কোচবিহারের তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। উদয়নের পর এবার ফের একবার বাম জমানার নিয়োগ ‘কেচ্ছা’ সামনে আনলেন একদা বাম শিবিরেই থাকা রাজনীতিবিদ।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Former cpim leader tapas chatterjee alleged corruption in recruitment even during the left period