Advertisment

BJP: বঙ্গ রাজনীতিতে ফের দলবদল! বিজেপিতে ইডি 'অভিযুক্ত', সিঁদুরে মেঘ দেখছে RSS?

BJP RSS: দুর্নীতিতে অভিযুক্তদের দলে দলে বিজেপিতে যোগদান নিয়ে ঘরোয়া আলোচনায় সমালোচনার ঝড় বয়েছে।

author-image
Joyprakash Das
New Update
Former Justice Abhijit Ganguly Tapas Roy join BJP What RSS Says , বঙ্গ রাজনীতিতে ফের দলবদল! বিজেপিতে ইডি 'অভিযুক্ত', সিঁদুরে মেঘ দেখছে আরএসএস?

RSS: লোকসভা ভোটের আগে ফের তৃণমূল শিবির থেকে যোগদানের হিড়িক নিয়ে দল ও হিন্দুত্ববাদী সংগঠনে গুঞ্জন শুরু হয়েছে।

RSS on BJP joining: ২০২১ বিধানসভা নির্বাচনের আগে দলবদলের চিত্রনাট্যের রূপ দেখেছে বাংলা। এবার লোকসভা ভোটের আগে সেই চিত্র ফিরে এসেছে। তৃণমূল থেকে বিজেপি, গেরুয়া থেকে ঘাসফুল। এরইমধ্যে প্রবীণ তৃণমূল নেতা বরানগরের বিধায়ক তাপস রায় দলবদল করেছেন। আবার বিজেপি বিধায়ক মুকুটমনি অধিকারী বৃহস্পতিবার যোগ দিলেন তৃণমূলে।

Advertisment

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সির ভয়েই বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বিধায়ক তাপস রায়। বিজেপিকে ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ইডির তল্লাশির ২ মাসের মধ্যে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন তাপস রায়। তবে বিধানসভা নির্বাচনের মতো লোকসভা ভোটের আগে ফের তৃণমূল শিবির থেকে যোগদানের হিড়িক নিয়ে দল ও হিন্দুত্ববাদী সংগঠনে গুঞ্জন শুরু হয়েছে। মুকুল রায়রা বিজেপিতে আসার সময়ও দলের অভ্যন্তরেই সমালোচনা হয়েছিল।

আরও পড়ুন- Mamata Banerjee: ‘বিচারকের চেয়ারে বসে বিজেপি যোগ! মুখোশ বেরিয়ে গেছে’, অভিজিৎকে নিশানা মমতার

বিরোধী দল ভাঙিয়ে শক্তিশালী হতে হবে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ব্যাপকভাবে এই তত্ব কার্যকরী হয়েছে। যার পুরোধা ছিলেন মুকুল রায়। যদিও ভাগ্যের এমনই পরিহাস মুকুল রায় নিজেই বারে বারে দলবদলের শিকার হয়েছেন। কৃষ্ণনগরের বিজেপি বিধায়ক কোন দলে আছেন তা বোঝা দায়। দিলীপ ঘোষরা কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন মুকুল রায়কে দলে নেওয়ায় তাঁরা সন্তুষ্ট নয়। এমনকী সংঘ পরিবারেও দুর্নীতিতে অভিযুক্তদের দলে দলে বিজেপিতে যোগদান নিয়ে ঘরোয়া আলোচনায় সমালোচনার ঝড় বয়েছে। এবার ইডির নজরে থাকা তৃণমূল বিধায়ককে সাড়ম্বরে দলে নিল বিজেপি।

আরও পড়ুন- Sandeshkhali: মিছিলে হাঁটলেন, মিষ্টি সন্দেশ দিলেন, ‘দিদির পাশেই’ সন্দেশখালির মহিলারা

সংঘ পরিবারের একাংশের বক্তব্য, বিজেপি নেতৃত্ব যা ভালো বুজেছে, করেছে। এতে আমাদের বলার কিছু নেই। তবে আড়ালে আবডালে কিন্তু অন্য সুর শোনা যাচ্ছে। এর আগেও মুকুল রায় সহ অন্য অভিযুক্ত তৃণমূল নেতাদের বিজেপিতে যোগ নিয়ে ভিন্ন মত শোনা গিয়েছে। যদিও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। ইডির তদন্ত চলাকালীন তাপস রায়ের বিজেপি যোগ নিয়েও বিতর্ক অব্যাহত। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে দলে দলে তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল, আবার ভোটের পর অনেকেই ঘাসফুলে ফিরে গিয়েছে। আবার সেই দলবদলের খেলা শুরু হয়েছে। ইতিমধ্যে কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক তৃণমূল ঘুরে ঘরে ফিরেছেন। একাধিক বিজেপি বিধায়ক এখনও তৃণমূল শিবিরে রয়েছেন।

২০২১ বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির প্রায় অর্ধেক প্রার্থী ছিল তৃণমূল থেকে আসা। নাম প্রকাশে অনিচ্ছুক এক সংঘ কর্তার দাবি, 'যথেচ্ছ ভাবে তৃণমূল থেকে বিজেপিতে নেওয়ার জন্য মূল্য দিতে হয়েছে দলকে। তবে রাজনৈতিক মত পরিবর্তন করে দলে যোগ দিতেই পারে। সর্বভারতীয় ক্ষেত্রেও দলদবল হচ্ছে।'

আরও পড়ুন- BJP MLA: বুধে পদ্মে তাপস, লক্ষ্মীবারে জোড়াফুলে বিজেপির মতুয়া বিধায়ক, কৌশলী চাল তৃণমূলের!

RSS bjp tmc Tapash Ray justice abhijit ganguly
Advertisment