বসিরহাটের ইটিন্ডায় ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও বেশ কয়েকজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। ইটভাটার চুল্লি ফেটে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। গতরাতের এই ঘটনার পর বৃহস্পতিবার সকালেও এলাকার পরিস্থিতি যথেষ্ট থমথমে। গতরাতের এমন বীভৎস কাণ্ড এখনও যেন ভুলতে পারছেন না স্থানীয়রা।
ঠিক কী ঘটেছিল?
বছরের প্রথম ইট তৈরির জন্য চিমনি জ্বালানো হচ্ছিল ইটভাটায়। বুধবার সন্ধেয় ইটভাটায় বেশ কয়েকজন নিমন্ত্রিতও ছিলেন। ইটভাটায় ছিলেন বহু শ্রমিকও। চুল্লিতে আগুন দিতেই হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায় গোটা চিমনি।
চিমনির চাঙড় ভেঙে গুরুতর জখম হন অনেকে। দ্রুত উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। আহতদের বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর জখম বেশ কয়েকজনকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন- মা তারার ভক্তদের জন্য বিরাট সুখবর! খুলে যাচ্ছে দ্বিতীয় তারাপীঠ মন্দির, কোথায়?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভয়াবহ এই বিপত্তিতে এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা কমপক্ষে ৪০। বসিরহাট জেলা হাসপাতালের পাশাপাশি আরও কয়েকটি হাসপাতালেও আহতদের ভর্তি করা হয়েছে। আহত কয়েকজন ভর্তি কলকাতার আরজি কর হাসপাতালে।
আরও পড়ুন- মৃত্যু কেড়েছে স্ত্রীর আশা! মা-হারা একরত্তিকে বুকে আগলে সোনালী স্বপ্নের জাল যুবকের
বুধবার সন্ধেয় ভয়াবহ এই দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায় প্রশাসন। জেসিবি এনে ভেঙে পড়া চিমনির চাঙড় সরিয়ে কেউ আটকে রয়েছেন কিনা তার সন্ধান চালানো হয়।
আরও পড়ুন- Premium: নেশা-পেশায় জোকারওয়ালা, দু’দশক ধরে কলকাতায় বড়দিনে সান্তা ফেরি সেলিমের