/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Sealdah-station.jpg)
Local Train: ব্যস্ততম শিয়ালদহ স্টেশন।
12 Coaches Local Trains In Sealdah Division: পরিকাঠামো তৈরির কাজ প্রায় শেষের মুখে। এবার পূর্ব রেলের শিয়ালদহ শাখায় তিনটি লাইনেই ছুটবে ১২ কামরার লোকাল ট্রেন। যা আগে চলত ন'কামরার। ফলে যাত্রী হয়রানি চমরে পৌঁছেছিল। এবার ১২ কামরার সব ট্রেন চলাচল করায় যাত্রীদের কষ্টের লাঘব হবে।
আরও পড়ুন-Indian Railways: রোজই চড়েন লোকালে, জানেন সেটা EMU নাকি MEMU? প্রার্থক্য কোথায়? জানুন সহজে
কিন্তু আর কতদিনের অপেক্ষা? পূর্ব রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, শিয়ালদহ শাখায় লোকাল ট্রেনের কামরার সংখ্যা বৃদ্ধির কথা বিবেচনা করা হলেও বাস্তবায়িত করা সহজ ছিল না। কারণ ট্রেনের কামরা বাড়লে বাড়বে ট্রেনের দৈর্ঘ্য। কিন্তু শিয়ালদহ মেন ও উত্তর শাখার সব স্টেশনের দৈর্ঘ্যে ততটা বড় নয়। তাই প্রথমেই পূর্ব রেল কর্তৃপক্ষ প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শুরু করেন। একইসঙ্গে চলতে থাকে সংশ্লিষ্ট ওভারহেড তারের কাজ, সিগন্যাল এবং ইয়ার্ড লে আউটের বদলে নন ইন্টারলকিং সংক্রান্ত কাজও। এসবের জন্য যত ক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা প্রয়োজন, শিয়ালদহ শাখার সব বিভাগই ব্যস্ততম হওয়ায় তা সম্ভব হয়নি। ফলে নানা প্রতিকূলতার মধ্যেই কাজ এগোতে থাকে। শিয়ালদহ স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ প্রায় শেষের পথে। এখন কাজ চলছে ১, ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মে। এরপর কাজ হবে ৫ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ হবেয সেই কাজ শেষ হলেই শিয়ালদহ শাখার সব বিভাগে ১২ বগির ট্রেন চলাচল সম্ভব হবে।
পূর্ব রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন, আগামী ৪ঠা জুন লোকসবা ভোটের ফল প্রকাশ। তারপর নয়া সরকার গঠন হবে। অর্থাৎ লোকসভা ভোট ও সরকার গঠন পর্ব শেষ হতে হতে জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ। এসবের এক মাসের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে। তারপরই শিয়ালদহের সমস্ত শাখায় ১২ কামরার লোকাল ট্রেন চলবে।