Advertisment

Sealdah Division Local Train: শিয়ালদহ শাখার যাত্রীদের জন্য প্রচণ্ড সুখবর, কবে থেকে সব লোকাল ১২ কামরার?

Indian Rail: পূর্ব রেলের শিয়ালদহ বিভাগে রয়েছে তিনটি শাখা। এগুলি হল শিয়ালদহ শিয়ালদহ মেন, শিয়ালদহ উত্তর ও শিয়ালদহ দক্ষিণ। এরমধ্যে শিয়ালদহ দক্ষিণের সমস্ত লোকাল-ই ১২ বগির। কিন্তু বাকি দুই শাখার সব ট্রেন ১২ বগির ছিল না। বেশির ভাগ ট্রেন ছিল ন'বগির।

IE Bangla Web Desk এবং Joyprakash Das
New Update
From when will 12 coaches local trains run on Sealdah division, কবে থেকে শিয়ালদহ শাখায় ১২ কামরার লোকাল ট্রেন চলাচল করবে?

Local Train: ব্যস্ততম শিয়ালদহ স্টেশন।

12 Coaches Local Trains In Sealdah Division: পরিকাঠামো তৈরির কাজ প্রায় শেষের মুখে। এবার পূর্ব রেলের শিয়ালদহ শাখায় তিনটি লাইনেই ছুটবে ১২ কামরার লোকাল ট্রেন। যা আগে চলত ন'কামরার। ফলে যাত্রী হয়রানি চমরে পৌঁছেছিল। এবার ১২ কামরার সব ট্রেন চলাচল করায় যাত্রীদের কষ্টের লাঘব হবে।

Advertisment

আরও পড়ুন- Indian Railways: রোজই চড়েন লোকালে, জানেন সেটা EMU নাকি MEMU? প্রার্থক্য কোথায়? জানুন সহজে

কিন্তু আর কতদিনের অপেক্ষা? পূর্ব রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, শিয়ালদহ শাখায় লোকাল ট্রেনের কামরার সংখ্যা বৃদ্ধির কথা বিবেচনা করা হলেও বাস্তবায়িত করা সহজ ছিল না। কারণ ট্রেনের কামরা বাড়লে বাড়বে ট্রেনের দৈর্ঘ্য। কিন্তু শিয়ালদহ মেন ও উত্তর শাখার সব স্টেশনের দৈর্ঘ্যে ততটা বড় নয়। তাই প্রথমেই পূর্ব রেল কর্তৃপক্ষ প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শুরু করেন। একইসঙ্গে চলতে থাকে সংশ্লিষ্ট ওভারহেড তারের কাজ, সিগন্যাল এবং ইয়ার্ড লে আউটের বদলে নন ইন্টারলকিং সংক্রান্ত কাজও। এসবের জন্য যত ক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা প্রয়োজন, শিয়ালদহ শাখার সব বিভাগই ব্যস্ততম হওয়ায় তা সম্ভব হয়নি। ফলে নানা প্রতিকূলতার মধ্যেই কাজ এগোতে থাকে। শিয়ালদহ স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ প্রায় শেষের পথে। এখন কাজ চলছে ১, ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মে। এরপর কাজ হবে ৫ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ হবেয সেই কাজ শেষ হলেই শিয়ালদহ শাখার সব বিভাগে ১২ বগির ট্রেন চলাচল সম্ভব হবে।

আরও পড়ুন- Kolkata to Pakyong Flight: নামমাত্র খরচেই বিমানে কলকাতা to সিকিম! সপ্তাহের কোন কোন দিন মিলছে পরিষেবা?

পূর্ব রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন, আগামী ৪ঠা জুন লোকসবা ভোটের ফল প্রকাশ। তারপর নয়া সরকার গঠন হবে। অর্থাৎ লোকসভা ভোট ও সরকার গঠন পর্ব শেষ হতে হতে জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ। এসবের এক মাসের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে। তারপরই শিয়ালদহের সমস্ত শাখায় ১২ কামরার লোকাল ট্রেন চলবে।

Eastern Railway Local Train Sealdah
Advertisment