/indian-express-bangla/media/media_files/2025/05/26/wTh0Uq8BCQilsoytjfK5.jpg)
মর্মান্তিক মৃত্যুর খবরে তোলপাড়... Photograph: (ফাইল চিত্র)
Road Accident: বিরাট দুর্ঘটনা! মহারাষ্ট্রের গড়চিরোলিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ট্রাকের চাকায় তলায় পিষ্ট হল ৬ শিশু। তার মধ্যে মৃত্যু হয়েছে ৪ শিশুর। দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়া।
আরও পড়ুন- কে হচ্ছেন ধনখড়ের উত্তরসূরী? শুরু প্রস্তুতি, দেশ জুড়ে তুঙ্গে জল্পনা
পুলিশ সূত্রে খবর, আজ বৃহস্পতিবার গড়চিরোলি- নাগপুর জাতীয় সড়কে ৬ জন শিশু রাস্তায় ব্যায়াম করছিল, সেই সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে আরও দুজনের মৃত্যু হয়। বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় নাগপুরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন- অশ্লীল ভিডিও ইস্যুতে এবার লালবাজারে অভিযোগ দিলীপ ঘোষের, তদন্তে সাইবার বিশেষজ্ঞরা
गडचिरोली जिल्ह्यात आरमोरी-गडचिरोली महामार्गावर एका अपघातात 4 युवकांचा मृत्यू झाल्याची घटना अतिशय दुर्दैवी आणि वेदनादायी आहे.
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) August 7, 2025
मी त्यांना भावपूर्ण श्रद्धांजली अर्पण करतो.
त्यांच्या कुटुंबियांच्या दुःखात आम्ही सहभागी आहोत.
या घटनेत 2 युवक जखमी झाले असून त्यांच्यावर गडचिरोली सामान्य…
এই দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটিকে "বেদনাদায়ক ও দুর্ভাগ্যজনক" বলে উল্লেখ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শোকপ্রকাশ করেন। তিনি জানান, মৃতদের পরিবারকে ৪ লক্ষ করে আর্থিক সাহায্য দেওয়া হবে এবং আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে। দুই আহতকে দ্রুত চিকিৎসার জন্য নাগপুরে পাঠাতে হেলিকপ্টার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।