/indian-express-bangla/media/media_files/2025/10/22/gaighata-2025-10-22-18-33-36.jpg)
Gaighata Police Station: গাইঘাটা থানা।
বোন ও তার বন্ধুকে কটুক্তির হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমন সাহা।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায়।
জানা গিয়েছে, গতকাল রাতে ডাক্তার সুমন সাহার মাসতুতো বোন অংশুমিতা পাল ও তার বন্ধু ঠাকুর দেখতে বেড়িয়েছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে যেতেই কয়েকজন যুবক তাদের কটুক্তি করে।
তারা প্রতিবাদ করলে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তাঁর দাদা, তথা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমন সাহা। বোনকে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা তাকেও বেধড়ক প্রহার করে বলে অভিযোগ।
আরও পড়ুন- Adhir Chowdhury:'বাংলায় ভোট মানে ছাপ্পা-লুঠ-বেমাবাজি সবই হবে', SIR নিয়ে দলের অবস্থান স্পষ্ট অধীরের
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। যদিও ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। পরবর্তীতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত যুবতী। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে তদন্তে শুরু হয়েছে, অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।
আরও পড়ুন- Travel:পাহাড়ের কোলে শান্তির নীড়, প্রকৃতি প্রেমীদের 'স্বর্গরাজ্য' পাহাড়ি এই প্রান্ত
যদিও অভিযুক্ত ধীমান রায়ের দাবি, "গতকাল রাতে ঝামেলার খবর পেয়ে আমি এবং দাদা ঘটনাস্থলে যাই। আমরা ঝামেলা মেটানোর চেষ্টা করছিলাম। কিন্তু ঝামেলা শেষের মুখে হঠাৎ ঘটনাস্থলে আসে ডাক্তার সুমন সাহা ও তার কয়েকজন বন্ধু। তারা সকলে মদ্যপান করেছিলেন। তারা এসে কোনও কিছু না শুনে হঠাৎ আমার দাদাকে মারতে শুরু করেন। আমার দাদা এখন হাসপাতালে ভর্তি। সকালে দেখি আমার নামে থানায় অভিযোগ হয়েছে। কী কারনে আমার নামে অভিযোগ হয়েছে বুঝতে পারছি না।"
আরও পড়ুন-Malda News:কালীপুজোর মেলায় চটুল নাচ ও জুয়ার আসর, পুলিশি হস্তক্ষেপে তুলকালাম!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us