sexual harassment: কসবা গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য। এরই মাঝে ১৫ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। প্রতিবেশীর বিরুদ্ধে থানায় FIR দায়ের। গ্রেফতার অভিযুক্ত।
মাঠে একা পেয়ে বছর ১৫ এর এক কিশোরীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল তার প্রতিবেশি এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরপগনার গাইঘাটা থানা এলাকায়। রাতে ওই নাবালিকার পরিবার গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে। তাদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানাগিয়েছে, ওই কিশোরীর বাবা-মা পাঁচ বছর আগেই প্রয়াত হয়েছেন। বর্তমানে সে তার জেঠুর কাছে থাকে। এদিন বাড়ির কিছুটা দূরে মাঠের মধ্যে একটি পোলটি ফার্মে কাজ করতে গিয়েছিল। অভিযোগ সেই সময় অভিযুক্ত তাকে একা পেয়ে অসৎ উদ্দেশ্যে জোর করে ফার্মে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিশোরীর হাতে থাকা কাঁচি দিয়ে অভিযুক্ত মাথায় বাড়ি মেরে পালিয়ে যায়।
বাড়ি ফিরে বিষয়টি জানায় পরিবারের কাছে। পরবর্তীতে সোমবার রাতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে পরিবার। পরিবারের অভিযোগ, এই প্রথম না। এর আগেও একাধিকবার অভিযুক্ত কিশোরীকে উত্তপ্ত করেছে। কু-প্রস্তাব দিয়েছে। অভিযুক্তের আইনগত শাস্তির দাবি জানিয়েছেন তারা। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে রাতেই যুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি কিশোরীর শারিরীক পরীক্ষাও করানো হয়েছে।