Indian Army autonomous weapon: পলকে এবার গুলিতে ঝাঁঝরা! ভারতীয় সেনাবাহিনীতে নতুন AI রাইফেল ‘কাতানা’, শক্তি জানলে বুক কাঁপবে

AI-based rifle India: ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিতে ঘটতে চলেছে এক বৈপ্লবিক পরিবর্তন। মানুষের হাতে বন্দুক নয়, এবার শত্রুকে ধ্বংস করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা চালিত একটি স্বয়ংক্রিয় রাইফেল।

AI-based rifle India: ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিতে ঘটতে চলেছে এক বৈপ্লবিক পরিবর্তন। মানুষের হাতে বন্দুক নয়, এবার শত্রুকে ধ্বংস করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা চালিত একটি স্বয়ংক্রিয় রাইফেল।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
ai limit materialism katana, synaptics katana edge ai kit, msi katana, msi katana a15, katana in india, fire katana, fast katana,

শত্রুকে পলকে এবার গুলিতে ঝাঁঝরা! ভারতীয় সেনাবাহিনীতে নতুন AI রাইফেল কাতানা

AI-based rifle India: সেনাবাহিনীতে এবার নতুন AI রাইফেল ‘কাতানা’, শক্তি জানলে চমকে যাবেন।  

Advertisment

এবার যুদ্ধ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা! ভারতীয় সেনাবাহিনীতে নতুন এআই রাইফেল 'কাতানা', বদলে যাচ্ছে যুদ্ধের সংজ্ঞা

ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিতে ঘটতে চলেছে এক বৈপ্লবিক পরিবর্তন। মানুষের হাতে বন্দুক নয়, এবার শত্রুকে ধ্বংস করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা চালিত একটি স্বয়ংক্রিয় রাইফেল। লাদাখের দুর্গম সীমান্ত অঞ্চলে ইতিমধ্যে এর সফল ট্রায়ালের পর ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে এবার যুক্ত হয়েছে দেশের প্রথম এআই-চালিত স্মার্ট রাইফেল সিস্টেম—‘কাতানা’।

সীমান্তে এবার আকাশ থেকে নজরদারি! বিরাট কৃতিত্ব ইসরোর, পাকিস্তানকে দুরমুশ করার নয়া প্ল্যান

Advertisment

দেশে তৈরি এই স্মার্ট অস্ত্র কীভাবে কাজ করে?

  • গ্রিডবটস টেকনোলজিস (Gridbots Technologies) নামক একটি ভারতীয় সংস্থা এই 'কাতানা' রাইফেল তৈরি করেছে। এটি কোনও সাধারণ অস্ত্র নয়—এটি এমন এক স্মার্ট সিস্টেম যেটি 
  • শত্রুকে দ্রুত শনাক্ত করতে পারে
  • মাল্টি-সেন্সর ও মাল্টি-স্পেকট্রাম ভিশন ব্যবহার করে তুষার, কুয়াশা, অন্ধকার বা ধোঁয়ায় আড়াল থাকা লক্ষ্যবস্তুকেও ধরতে পারে
  • ২০টিরও বেশি লক্ষ্যবস্তু একসাথে শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম
  • মাত্র কয়েক মিলিসেকেন্ডে শত্রুকে ধ্বংস করতে পারে

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এটি হাতে ধরে চালাতে হয় না। সম্পূর্ণরূপে রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ, সৈন্যরা সরাসরি সম্মুখসারিতে না গিয়েও দূর থেকেই এই রাইফেল ব্যবহার করে শত্রুকে ঘায়েল করতে পারবেন।

কতটা জোরে শব্দ হতে পারে মৃত্যুর কারণ? ভয়ঙ্কর এই তথ্য জানেন না ৯৯% মানুষই

লাদাখে সফল ট্রায়াল
এই রাইফেলটি ভারতের লাদাখ সীমান্তে অত্যন্ত প্রতিকূল পরিবেশে পরীক্ষা করা হয়েছে। -২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তুষারপাত ও সীমিত দৃশ্যমানতার মধ্যেও এই সিস্টেম কার্যকরভাবে কাজ করেছে। প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে ‘কাতানা’ তার নির্ভুলতা ও স্থায়িত্বের প্রমাণ দিয়েছে।

 সৈন্যদের জন্য নিরাপত্তার নতুন স্তর
কাতানা শুধু স্মার্ট অস্ত্র নয়—এটি ভারতীয় সেনার জন্য একটি ডিজিটাল সৈনিক। যেহেতু এটি দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, তাই এটি জওয়ানদের জীবনের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে।

আত্মনির্ভর ভারতের প্রতিফলন
‘কাতানা’র প্রতিটি সার্কিট, অ্যালগরিদম ও সফটওয়্যার ১০০% দেশীয় প্রযুক্তিতে তৈরি। এটি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা এবং মেক ইন ইন্ডিয়া উদ্যোগের এক বাস্তব উদাহরণ।

কী বলছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা?
 প্রতিরক্ষা বিশ্লেষক অরুণাভ সেন বলেছেন, “এটি কেবল অস্ত্র নয়, ভবিষ্যতের যুদ্ধ কৌশলের দিশা। কাতানার মাধ্যমে ভারত প্রমাণ করলো, শুধু অস্ত্র কেনার দেশ নয়—এখন নিজের প্রযুক্তিতে যুদ্ধের সংজ্ঞা বদলানোর ক্ষমতা রাখে।”

Indian army AI