গঙ্গাসাগরে পুণ্যার্থীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গঙ্গাসাগর পুণ্যার্থীদের জীবনবীমা দেওয়া হবে। আগামী ১১ জানুয়ারি থেকে ১৭ তারিখ পর্যন্ত যেসব পুণ্যার্থী গঙ্গাসাগর যাবেন, তাঁদের প্রত্যেককে ৫ লক্ষ টাকার বীমা দেওয়া হবে বলে সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মেলা শুরুর আগে এদিন গঙ্গাসাগরে যান মমতা। কপিল মুনির আশ্রমে পুজোও দেন তিনি। এদিন গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গঙ্গাসাগরে অনেক উন্নয়ন হয়েছে। অনেক থাকার জায়গা হয়েছে, আশ্রম তৈরি হয়েছে’’।
আরও পড়ুন: ‘মমতাকে নাগরিকত্বের আবেদন করতে হবে না’, জানিয়ে দিলেন বিজেপি নেতা
অন্যদিকে, গঙ্গাসাগরে গিয়ে জেএনইউ-র ঘটনার প্রসঙ্গ টেনে মমতা এদিন বলেন, ‘‘আজ দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে আমরা দল পাঠিয়েছিলাম। কিন্তু সেখানে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। আমরা ছাত্রদের পাশে আছি। পড়ুয়াদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে’’। অন্যদিকে, বামেদের ডাকা ধর্মঘটকে সমর্থন করছেন না বলে জানিয়েছেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘৮ তারিখ কোনও বনধ নয়’’।
আরও পড়ুন: ‘দেশে কমিউনিস্টদের মারা শুরু হয়েছে, মনে হয় পাওনা আছে’, জেএনইউকাণ্ডে বিস্ফোরক দিলীপ ঘোষ
জেএনইউ-তে হামলার ঘটনার নিন্দা জানিয়ে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমিও ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলাম। ছাত্র রাজনীতি ভাল করে জানি। এখন কীভাবে পড়ুয়াদের উপর অত্যাচার করা হচ্ছে। উদ্বেগজনক পরিস্থিতি। পরিকল্পিতভাবে গণতন্ত্রের উপর আঘাত হানা হচ্ছে। কেউ কারও বিরুদ্ধে কথা বললেই পাকিস্তানি বলা হচ্ছে। কারও বিরুদ্ধে কথা বললে দেশের শত্রু বলা হচ্ছে। পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বলে যা খুশি করছে। সকলকে সংবিধান মেনে কাজ করা উচিত। এটা ফ্যাসিস্ট সার্জিক্যাল স্ট্রাইক। এটা ফ্যাসিস্ট স্ট্রাইক, এমন স্ট্রাইক দেশে আগে কখনই দেখিনি। সব পড়ুয়াদের বলব, ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে’’।