/indian-express-bangla/media/media_files/2025/10/13/gaza-hostage-release-hamas-frees-seven-israel-to-free-palestinian-prisoners-2025-10-13-13-35-42.jpg)
অবশেষে সংঘর্ষবিরতি, বন্দী মুক্তি নিশ্চিত করল হামাস-ইজরায়েল
গাজায় শান্তি চুক্তির অংশ হিসেবে হামাস ২০ জন বন্দীর মধ্যে সাতজনকে মুক্তি দিয়েছে। বাকি ১৩ জনকেও শীঘ্রই মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। রেড ক্রসের মাধ্যমে এই সাতজন বন্দীকে গাজা থেকে ইজরায়েলে স্থানান্তর করা হচ্ছে। তারা বর্তমানে দেশের পথে রওনা হয়েছেন।
আরও পড়ুন- নির্বাচনকে সামনে রেখে আসন বন্টন চূড়ান্ত করল NDA, সরাসরি INDIA জোটকে বড় চ্যালেঞ্জ
শীর্ষ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম সাত বন্দীর মুক্তির পর বাকি ১৩ জনকেও শীঘ্রই মুক্তি দেওয়া হবে। এছাড়াও যারা ইতিমধ্যে মারা গিয়েছেন, তাদের দেহও হস্তান্তর করা হবে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইজরায়েল প্রায় ২,০০০ বন্দীকে মুক্তি দেবে। অপর এক কর্মকর্তা জানান, ১,৯৬৬ জন বন্দীকে কারাগার থেকে বাসে করে গাজায় স্থানান্তর করা হবে।
আরও পড়ুন-ধনতেরাসের আগে সোনার দাম কমল নাকি বাড়ল? জানুন আপনার শহরের সর্বশেষ দর
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মুখপাত্র জানান, সমস্ত বন্দীকে ইজরায়েলে ফিরিয়ে দেওয়ার পরই আটক প্যালেস্তাইনি বন্দীদের মুক্তি কার্যকর হবে। তবে তিনি বলেন, মৃত বন্দীদের দেহ সোমবার ফেরত আনা হবে না।