কোন সমীকরণে আসন রফা? নির্বাচনে বাজিমাতে বিরাট মাস্টারপ্ল্যান NDA-এর

সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। তার আগে আসন ভাগাভাগি চূড়ান্ত এনডিএ-জেডিইউ। আসন্ন নির্বাচনে বিজেপি এবং জেডিইউ ১০১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যেখানে চিরাগ পাসওয়ানের এলজেপি ২৯টি আসনে লড়বে।

সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। তার আগে আসন ভাগাভাগি চূড়ান্ত এনডিএ-জেডিইউ। আসন্ন নির্বাচনে বিজেপি এবং জেডিইউ ১০১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যেখানে চিরাগ পাসওয়ানের এলজেপি ২৯টি আসনে লড়বে।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

নির্বাচনকে সামনে রেখে আসন বন্টন চূড়ান্ত করল NDA, সরাসরি INDIA জোটকে বড় চ্যালেঞ্জ

Bihar Election: সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। তার আগে আসন ভাগাভাগি চূড়ান্ত এনডিএ-জেডিইউ। আসন্ন নির্বাচনে বিজেপি এবং জেডিইউ ১০১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যেখানে চিরাগ পাসওয়ানের এলজেপি  ২৯টি আসনে লড়বে। জিতন রাম মাঝির এইচএএম এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএম ছয়টি করে আসনে লড়াই করবে। 

Advertisment

বিহার বিধানসভা নির্বাচনে  আসন ভাগাভাগি নিয়ে মহাজোটের মধ্যে লড়াই অব্যাহত থাকলেও, এনডিএ আসন ভাগাভাগি চূড়ান্ত করেছে। এনডিএ-র মধ্যে থাকা সমস্ত আসন ভাগাভাগি নিয়ে একমত হয়েছে।

এবারের বিধানসভা ভোটে  বিজেপি এবং জেডিইউ ১০১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যেখানে চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ২৯টি আসনে, জিতন রাম মাঝির এইচএএম এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএম ছয়টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। চিরাগের দলের প্রথমে ২২টি আসন পাওয়ার কথা ছিল, কিন্তু দলের শক্তি ও গুরুত্ব বিবেচনা করে  দলকে ২৯টি আসন দেওয়া হয়েছে।

Advertisment

আরও পড়ুন- বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা, বিরাট বিপাকে লালু যাদব সহ RJD নেতৃত্ব

রবিবার বিজেপির বিহার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইনস্টাগ্রামে একটি পোস্টে এই তথ্য শেয়ার করে দাবি করেছেন যে এনডিএ জোটের সকল শরীকের সঙ্গে আসন বন্টনের চুক্তি সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সমস্ত এনডিএ-এর জোট এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

এছাড়াও, এনডিএ-র সমস্ত দল ইঙ্গিত দিয়েছে যে তারা আগামী দুই-এক দিনের মধ্যে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করবে। উল্লেখ্য বিহারে নির্বাচন ৬ এবং ১১ নভেম্বর দুটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। ফলাফল ১৪ নভেম্বর ঘোষণা করা হবে।

মোট ২৪৩টি আসনের মধ্যে বিজেপি এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডি(ইউ)  ১০১টি আসনে লড়বে। চিরাগ পাসওয়ানের এলজেপি  পেয়েছে ২৯টি আসন, আর রাষ্ট্রীয় লোক মোর্চা (RLM) ও হিন্দুস্তানি আওয়াম মোর্চা (HAM) পেয়েছে প্রতিটি ৬টি আসন।

আরও পড়ুন- ধনতেরাসের আগে সোনার দাম কমল নাকি বাড়ল? জানুন আপনার শহরের সর্বশেষ দর

এদিকে NDA-র এই ঘোষণা ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি। তিনি বলেছেন, “এনডিএর ভেতরে সব কিছু ঠিকঠাক চলছে না। আমরা বলছি, বিজেপি JDU-কে বাদ দিয়ে মুখ্যমন্ত্রী পদ দখল করবে। আগে JDU 'বড় ভাইয়ের' ভূমিকায় থাকত, এখন তা 'সমতুল্য' জায়গায় আনা হয়েছে। চিরাগ পাসওয়ান ও বিজেপি ১৩০টি আসন পেয়েছে। ভোটের পর বিজেপি JDU-কে বাদ দিয়ে মুখ্যমন্ত্রী পদ দখল করবে।”

আরও পড়ুন-‘ভুলভাবে প্রচার হচ্ছে আমার কথা’, ধর্ষণকাণ্ডে কী মন্তব্য ছিল মমতার? যার জেরে এই সাফাই

রাষ্ট্রীয় লোক মোর্চার (RLM) ন্যাশনাল প্রেসিডেন্ট উপেন্দ্র কুশওয়াহা বলেছেন, আসন-বন্টনে মাত্র ৬টি আসন পাওয়ায় অনেক সমর্থক এবং পার্টি কর্মী হতাশ হতে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমাদের সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দলের অনেকের  অনেক আশা পূরণ করতে পারেনি এবং এটা আগামী হতাশার কারণ হতে পারে।”

অন্যদিকে, হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেকুলার)-এর প্রধান এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি বলেন, এনডিএর আসন-বন্টন নিয়ে তার কোনো অভিযোগ নেই। তিনি বলেছেন, “সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত আমরা পূর্ণভাবে মেনে নিচ্ছি। এবার ৬টি আসন পেয়েছি, সেটিও আমরা গ্রহণ করছি।”

আরও পড়ুন- 'মেয়েকে আর বাংলায় রাখতে চাই না', দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে অসহায় বাবার কাতর আর্তি

বিহারের নির্বাচনের জন্য আসন-বন্টন ঘোষণা করেন বিজেপি ইনচার্জ বিনোদ তাওড়ে। তিনি জানান, সমস্ত NDA পার্টির নেতা ও কর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং পুনরায় বিহারে NDA সরকার গঠনের সংকল্প ব্যক্ত করেছেন।

২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচন হবে দু’দফায়—প্রথম দফা ৬ নভেম্বর এবং দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ভোট গণনা হবে ১৪ নভেম্বর। এবারের নির্বাচনে NDA-এর প্রতিদ্বন্দ্বী হবে আরজেডি নেতৃত্বাধীন INDIA জোট। এছাড়াও প্রাশান্ত কিশোরের নতুন দল জন সুরাজও এবারে নির্বাচনে অংশ নিচ্ছে।

bihar Election