/indian-express-bangla/media/media_files/2025/10/04/cats-2025-10-04-15-35-04.jpg)
ট্রাম্পের 'নির্দেশ' সত্ত্বেও গাজায় ইজরায়েলি বিমান হামলা
ট্রাম্পের নির্দেশ সত্ত্বেও গাজায় ইজরায়েলি বিমান হামলা অব্যাহত। এই বিমান হামলায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। ট্রাম্প হামাসের সঙ্গে শান্তি স্থাপনের লক্ষ্যে জন্য কিছু শর্ত মেনে চলার পরামর্শ দিয়েছেন, যার মধ্যে রয়েছে বন্দিদের মুক্তি এবং যুদ্ধের অবসান। তবে, শুক্রবার (৪ অক্টোবর, ২০২৫) গাজায় ফের হামলা চালিয়েছে ইজরায়েল। আর এই হামলায় মৃত্যু হয়েছে ৬ জনের।
কয়েকদিন আগে ট্রাম্প তার ২০-দফা গাজা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। তিনি হামাসকে রবিবার (৫ অক্টোবর, ২০২৫) এর মধ্যে পরিকল্পনা গ্রহণের জন্য সতর্ক করেছেন, অন্যথায় ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলেও জানিয়ে দেন। ট্রাম্প উল্লেখ করেছেন যে এই পরিকল্পনা বন্দি মুক্তি এবং যুদ্ধের অবসানের পথ খুলে দিতে পারে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ইজরায়েলের অবিলম্বে গাজায় হামলা বন্ধ করা উচিত যাতে বন্দিদের নিরাপদে উদ্ধার করা যায়। এটি কেবল গাজার জন্য নয়, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্যও গুরুত্বপূর্ণ।”
নেতানিয়াহু সরকার ইতিমধ্যেই ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। ইজরায়েলি সেনাবাহিনীকে আক্রমণাত্মক কার্যকলাপ সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, এটি যুদ্ধবিরতির দিকে একটি পদক্ষেপ কিনা তা স্পষ্ট করা হয়নি।হামাসও আংশিকভাবে শান্তি পরিকল্পনায় সম্মত হয়েছে। তারা বন্দি মুক্তি এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে গাজার মানবিক পরিস্থিতি উন্নত করা এবং 'অবরোধ' তুলে নেওয়ার নিশ্চয়তা চাইছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইজরায়েলি হামলায় এখনো পর্যন্ত ৬৬,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু। অবিরাম বোমাবর্ষণের কারণে গাজার অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলি যুদ্ধবিরতি কার্যকর করার এবং মানব করিডোর স্থাপনের জন্য রাষ্ট্র সংঘের কাছে আবেদন করেছে।
সংঘাতটি শুরু হয় ৭ অক্টোবর, ২০২৩ তারিখে, যখন হামাস ইজরায়েলে আক্রমণ করে। এতে ১,২০০ ইজরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে বন্দী করে গাজায় নেওয়া হয়। বর্তমানে ৪৮ জন বন্দি গাজায় রয়েছেন, যার মধ্যে প্রায় ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। হামাস-ইজরায়েল সংঘাত সমগ্র মধ্যপ্রাচ্যকে অশান্ত করে তুলেছে।
আরও পড়ুন- ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় 'শক্তি', কবে, কখন, কোথায় ল্যান্ডফল?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us